৮৯ রানে ইনিংস ঘোষণা অস্ট্রেলিয়ার, ভারতের লক্ষ্য ২৭৫
ব্রিজবেন টেস্টের পঞ্চম দিনে দাপুটে বোলিং করেছে ভারত। দ্বিতীয় ইনিংসে ৮৫ রানেই অস্ট্রেলিয়ার ৭ উইকেট তুলে নিয়েছেন জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজরা। এরপর অবশ্য বেশি সময় ব্যাটিং করেনি অসিরা। ৪ রান যোগ করে ৮৯ রানে ইনিংস ঘোষণা করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। এতে ২৭৫ রানের লক্ষ্য পেয়েছে ভারত।
আজ বুধবার গাবা স্টেডিয়ামে ৯ উইকেটে ২৫২ রানে পঞ্চম দিনের খেলা শুরু করে ভারত। দলীয় ৮ রান যোগ করতেই আউট হন আকাশ দিপ। ৪৪ বলে ৩১ রান করে ট্রাভিস হেডের বলে উইকেটের পেছনে অ্যালেক্স কেরের হাতে ক্যাচ হন ভারতীয় ১১ নম্বর ব্যাটার। এতে ২৬০ রানে শেষ হয় ভারতীয়দের প্রথম ইনিংস।
১৮৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে অস্ট্রেলিয়া। ২২ গজের পিচে বুমরাহ আকাশ দিপের তোপের মুখে দাঁঁড়াতেই পারেননি অস্ট্রেলিয়ার ৪ টপঅর্ডার। নাথান ম্যাকসুইনি ২৫ বলে ৪, উসমান খাজা ৭ বলে ৮, মারনাস লাবুশেন ৯ বলে ১ ও মিচেল মার্শ ১৩ বলে ২ রান করেন। দলীয় ২৮ রানের মধ্যেই সাজঘরে ফেরত যান তারা।
টেকেননি স্টিভ স্মিথও। ৫ বলে ৪ রান করে মোহাম্মদ সিরাজের বলে উইকেটের পেছনে রিশাভ পান্তের হাতে ক্যাচ হন তিনি। সিরাজের দ্বিতীয় শিকার হওয়ার আগে ১৯ বলে ১৭ রান করেন হেড।
১০ বলে ২২ রান করেন প্যাট কামিন্স। ইনিংস ঘোষণার সময় ১৯ রানে অপরাজিত ছিলেন অ্যালেক্স কেরে। তার সঙ্গে ২ রান নিয়ে খেলছিলেন মিচেল স্টার্ক।
এর আগে প্রথম ইনিংসে ৪৪৫ রান করেছিল অস্ট্রেলিয়া।
এমএইচ/এমএস