রান কম হলেও বোলারদের ওপর আস্থা ছিল লিটনের

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:২২ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৪

ব্যাট হাতে লিটন দাস পুরোপুরি ব্যর্থ ছিলেন। গোল্ডেন ডাক মেরেছিলেন তিনি। তবে সৌম্য সরকারের ৪৩ রান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারীর ২৭ রান করে দুটি ইনিংস ও শেখ মেহেদী হাসানের ২৬ রানের ওপর ভর করে ১৪৭ রান সংগ্রহ করে বাংলাদেশ।

তবে, পুঁজি খুব বেশি বড় না হলেও বোলাররা একেই শেষ পর্যন্ত বাংলাদেশের জয়ের জন্য যথেষ্ট প্রমাণ করলেন। যে কারণে ম্যাচ শেষে এই জয়ের জন্য বোলারদের উচ্ছ্বসিত প্রশংসাই করলেন অধিনায়ক লিটন দাস।

কিংসটাউনের অ্যারোনেস ভ্যালে স্টেডিয়ামে আগেও খেলেছে বাংলাদেশ। এ কারণে লিটন দাস ভেবেছিলেন, আগের মতোই হবে উইকেট। কিন্তু আজকের উইকেট ছিল ভিন্ন। তিনি বলেন, ‘এখানে আমরা আগেও খেলেছি। যখন আজ আমি উইকেট দেখলাম, তখন উইকেটকে আমি যেমন চিন্তা করেছি, তেমন আচরণ করতে দেখিনি। আমরা যখন ব্যাট করেছি, তখন এই উইকেটকে মোটেও ভালো মনে হয়নি।’

বোলারদের প্রশংসা করে লিটন বলেন, ‘আমরা ধরেই নিয়েছি, এখানে ১৫০-১৬০ রান করাই হবে যথেষ্ট। সে সঙ্গে জানতাম, এই রান ডিফেন্ড করার জন্য আমাদের বোলাররাই যথেষ্ট। আমরা এই স্কোর (১৪৭) নিয়েই লড়াই করতে পারবো। আমি শুধু চেয়েছি, পুরো দলটা আক্রমণাত্মক ক্রিকেট খেলবে। আমি যেমন চেয়েছিলাম, ক্রিকেটাররা তাদের সেরা প্রতিভা এবং মান দেখিয়েছে। অসাধারণ ক্রিকেট খেলেছে।’

‘এটা অনেক লম্বা একটি সফর। শেষ দিকে এসে টি-টোয়েন্টি। শুরুটা ভালো হলো। পরেও যদি এমন ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে অবশ্যই আমরা সিরিজ জিততে পারবো।’

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।