তামিমের ঝড়ে কাঁপলো সিলেট

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:১৫ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪

২২ গজের পিচে তামিম ইকবাল কী করতে পারেন, তা নতুন করে প্রমাণ করার দরকার নেই। তবুও মাঝেমাঝে সমালোচকদের জবাব দেওয়ার জন্য অপ্রয়োজনীয় কাজটিও করতে হয়। সেজন্যই বোধহয় আরও একবার নিজের বিধ্বংসী রূপ দেখালেন তামিম।

ন্যাশনাল ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে আজ রোববার তামিমের ঝোড়ো ব্যাটিংয়ে কেঁপেছে সিলেট একাডেমি স্টেডিয়াম। বরিশাল বিভাগের বিপক্ষে ৫৪ বলে ৯১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন দেশের ক্রিকেটের সেরা ওপেনার। ঝোড়ো ইনিংস খেলার পথে ৭টি চার ও ৬টি ছক্কা হাঁকান চট্টগ্রাম বিভাগের খাঁন সাহেব।

তামিমের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রান করেছে চট্টগ্রাম। তবে এদিন টাইগার ওপেনারকে ফিরতে হয়েছে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে। ৯ রানের জন্য তিন অংক ছুঁতে পারেননি তিনি। ইনিংসের ১৭তম ওভারে বোল্ড হয়েছেন মেহেদী হাসানের বলে।

চট্টগ্রামের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৬ বলে ২২ রান করেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ২৩ বলে ২১ রান করেন সাব্বির হোসেন শিকদার। মুমিনুল হক ৮ বলে ১৩ ও ইয়াসির আলী রাব্বি ৬ বলে নেন ১২ রান।

১৮৩ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে বরিশাল।

এর আগে টুর্নামেন্টের নিজেদের দ্বিতীয় ম্যাচে সিলেট বিভাগের বিপক্ষে ৩৩ বলে ৬৫ রান করে দলকে প্রথম জয় উপহার দেন তামিম।

এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।