পাকিস্তানি ক্রিকেটারদের অবসরের মিছিল, ৩০ ঘণ্টায় ৩ জন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১১ এএম, ১৫ ডিসেম্বর ২০২৪

পাকিস্তান ক্রিকেটের ভেতরে কখন কী ঘটে, বলা যায় না। হুটহাট যেন অনেককিছু পরিবর্তন হয়ে যায়। গত বৃহস্পতিবার দেশটির লাল বলের কোচের চাকরি ছাড়েন জেসন গিলেস্পি। এরপর পাকিস্তান ক্রিকেট থেকে আসতে থাকে বড় খবর। ৩০ ঘণ্টার ব্যবধানে অবসরের ঘোষণা দেন ৩ ক্রিকেটার।

শুক্রবার বিকেল ৪ টায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্বিতীয়বারের মতো অবসরের ঘোষণা দেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। গতকাল শনিবার সকালে জাতীয় দলের ক্রিকেট থেকে দ্বিতীয়বারের মতো বিদায় নেন বাঁহাতি পেসার মোহাম্মদ আমির।

এরপর ইমাদ ও আমিরের পথে হাঁটেন মোহাম্মদ ইরফান। গতকাল শনিবার রাতেই (১০ টা ৪২ মিনিটে) পাকিস্তান জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন বাঁহাতি পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে খেলা ইতিহাসের সবচেয়ে লম্বা ক্রিকেটার ইরফান অবশ্য এবারই প্রথম অবসরের ঘোষণা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টের মাধ্যমে অবসর ঘোষণা করেন ইরফান।

পোস্টে ৭ ফুট লম্বা এই পাক পেসার লেখেন, ‘আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সতীর্থ, কোচদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। ভালোবাসা, উল্লাস ও অবিস্মরণীয় স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ। আমি খেলাটিকে (ক্রিকেট) সমর্থন ও উদযাপন করতে থাকবো যা আমাকে সবকিছু দিয়েছে।’

ইরফানের অবসরের ঘোষণায় পাকিস্তান দলে অবশ্য কোনো প্রভাব ফেলবে না। কারণ, জাতীয় দলের জার্সিতে ইরফান খেলেছেন ৫ বছর আগে। তবে ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে গেছেন তিনি। পাকিস্তানের লিস্ট এ প্রতিযোগিতা প্রেসিডেন্ট কাপে খান রিসার্চ ল্যাবরেটরির হয়ে খেলতেন ৪২ বছর বয়সী ইরফান।

পাকিস্তানের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে মোট ৮৬ ম্যাচ খেলেছেন ইরফান। শিকার করেছেন ১০৯ উইকেট। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা নির্বাচিত হয়েছিলেন ইরফান।

এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।