ব্রিজবেন টেস্টের প্রথম দিন শেষ ১৩.২ ওভারেই

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৪

আগের দিনই কঠিন লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিলেন ভারতীয় ব্যাটার শুবমান গিল। বলেছিলেন, ব্রিজবেন টেস্টকে সিরিজের ফাইনাল ভেবেই খেলবেন তারা। অস্ট্রেলিয়া মুখে কিছু না বললেও ভিন্ন কিছু ভাবেনি নিশ্চয়ই। শুবমানের হুংকারের পর ক্রিকেটের দুই মহারথীর লড়াই দেখার জন্য উন্মুখ হয়ে ছিলেন ভক্তরাও। অপেক্ষায় ছিলেন প্রথম দিনে কারা দাপট দেখাতে পারেন।

কিন্তু ভক্ত-সমর্থকদের হতাশ করলো বৃষ্টি। মুষলধারে বৃষ্টির কারণে প্রথম দিন খেলা হয়েছে মাত্র ১৩.২ ওভার। দর্শকরা যেন ক্ষতির সম্মুখীন না হন, সেজন্য টিকেটের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

আজ শনিবার ব্রিজবেনের আকাশ সকাল থেকেই মেঘলা ছিল। তবে বৃষ্টি না থাকায় সময় মতোই খেলা শুরু হয়। পিচের সুবিধা কাজে লাগাতে টস জিতে আগে ফিল্ডিং নেয় ভারত। ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়াকে। যদিও শেষ পর্যন্ত সুবিধা আদায় করতে পারেননি রোহিত শর্মারা। ১৩.২ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে ২৮ রান করেছে অস্ট্রেলিয়া।

৫.৩ ওভার খেলা হতেই নামে বৃষ্টি। তখন অস্ট্রেলিয়া রান বিনা উইকেটে ১৯। আধঘণ্টা পর বৃষ্টি থামলে আবার খেলা শুরু হয়। আধভেজা উইকেটে নিয়ন্ত্রিত বোলিং করতে থাকে ভারত। হার্ষিত রানার পরিবর্তে দলে ফেরা আকাশ দিপের ছন্দময় বোলিং মোকাবেলা করেন অসি ব্যাটার নাথান ম্যাকসুইনি।

১৩.২ ওভার খেলা হতেই আবারও বৃষ্টি নামে। মাঝের ৭.৫ ওভারে মাত্র ৯ রান দেয় ভারত। বৃষ্টির মধ্যেই লাঞ্চ বিরতির ঘোষণা দেন আম্পায়াররা। দ্বিতীয় সেশনেও মাঠে নামার কোনো অবস্থা ছিল না। তৃতীয় সেশনেও অব্যাহত থাকে ভারী বৃষ্টি। শেষমেশ ৪টা ১৫ মিনিটে আগেভাগেই প্রথম দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়াররা।

উসমান খাজা ৪৭ বলে ১৯ আর নাথান ম্যাকসুইনি ৩৩ বলে ৪ রানে অপরাজিত আছেন।

এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।