রিজওয়ানের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের জয়

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ১২ ডিসেম্বর ২০২৪

ঢাকা মেট্রোর মত টানা দ্বিতীয় জয় পেলো রংপুর বিভাগও। সিলেট একাডেমি মাঠে জাতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার আলোর স্বল্পতায় নিষ্পত্তি হওয়া ম্যাচে ঢাকা বিভাগকে ডিএল মেথডে ২১ রানে হারিয়েছে আকবর আলীর রংপুর বিভাগ।

এ জয়ের নায়ক রংপুরের অলরাউন্ডার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ওপেনিংয়ে নেমে ২০ রান (২১) করার পর পেস বোলিংয়ে ঢাকার ব্যাটারদের নাকাল করেছেন তিনি।

রংপুরের পু*জি খুব বড় ছি লনা। অধিনায়ক আকবর আলী (২২ বলে ২৮), আরিফুল হক ( ৩৯ বলে ৪৫ অপরাজিত) এবং এনামুল হক এনামের (১৭ বলে ২৬ অপরাজিত) ব্যাটে ভর করে রংপুর পায় ৯ উইকেটে ১৪০ রানের মাঝারি সংগ্রহ।

পেসার চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের বোলিংয়ে সেটাই জয়ের জন্য যথেষ্ট বলে প্রমাণিত হয়। যদিও শেষ পর্যন্ত ঢাকার টার্গেট ১৪১ ছিল না। আলোর স্বল্পতায় ঢাকার সামনে ১৭ ওভারে লক্ষ্যমাত্রা বেঁধে দেয়া হয় ১৩৪ রানের।

কিন্তু রংপুরের পেসার রিজওয়ান ৪ ওভারে ২১ রানে ৪ উইকেট দখল করে ঢাকার জয়ের স্বপ্ন ভেঙে চুরমার করে দেন। ১৭ ওভারে ঢাকার স্কোর থামে ৯ উইকেটে ১১২ রানে।

সংক্ষিপ্ত স্কোর
রংপুর: ২০ ওভারে ১৪০/৫ (চৌধুরী রিজওয়ান ২০, তানবীর হায়দার ১১, নাইম ইসলাম ৬, হাসান আল মামুন ১১, আকবর আলী ২৮, আরিফুল ৪৫ অপরাজিত, এনামুল হক আনাম ২৬ অপরাজিত)।
ঢাকা: ১৭ ওভারে ১১২/৯ (আশিকুর রহমান শিবলী ১৭, সাইফ হাসান ১৫, মাহিদুল ইসলাম অঙ্কন ২, আরাফাত সানি জুনিয়র ১৮, তাইবুর রহমান ৪, শুভগত হোম ৩, নাজমুল অপু ১১, এনামুল হক ৯; চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৪/২১, মুকিদুল মুগ্ধ ২/৩৪)।

ফল: ডিএল মেথডে রংপুর ২১ রানে জয়ী।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।