তামিমের মারকুটে ইনিংস ঢেকে গেলো সোহানের ঝড়ে
একজনের নাম তামিম, আরেকজনের সোহান। না তামিম ইকবাল কিংবা নুরুল হাসান সোহানের কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে, আজিজুল হক তামিম আর হাবিবুর রহমান সোহানের কথা। এই দুই তরুণই আলো কেড়েছেন খুলনা আর রাজশাহীর ম্যাচে। যে ম্যাচে আবার খেলেছেন নুরুল হাসান সোহানও।
যুব দলকে এশিয়া কাপ জিতিয়ে দেশে ফিরে ৪৮ ঘণ্টার মধ্যেই জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে মাঠে নেমেছিলেন আজিজুল হাকিম তামিম। শুধু মাঠে নামাই নয়, জুনিয়র টাইগার ক্যাপ্টেন খুলনার হয়ে রাজশাহীর বিপক্ষে অনবদ্য ফিফটিও উপহার দিয়েছেন।
আজিজুল হাকিম তামিমের ৩১ বলে ৪ ছক্কা ও ৩ বাউন্ডারিতে ৫৩ রানের ঝোড়ো ইনিংসের ওপর ভর করেই ১৭২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় খুলনা। কিন্তু সেটা যথেষ্ট হলো না।
রাজশাহীর তরুণ ওপেনার হাবিবুর রহমান সোহানের উত্তাল উইলোবাজির মুখে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১১ রানের জয় পেয়েছে রাজশাহী। ৩৮ বলে ৪ ছক্কা ও ৮ বাউন্ডারিতে ৬৬ রানের মারকুটে ইনিংস খেলে রাজশাহীকে জয়ের বন্দরে পৌঁছে দেন সোহান।
সংক্ষিপ্ত স্কোর
খুলনা: ২০ ওভারে ১৭২/৭ (এনামুল হক বিজয় ০, অমিত মজুমদার ২৭, আজিজুল হাকিম তামিম ৫৩, নুরুল হাসান সোহান ৩৭, মৃত্যুঞ্জয় চৌধুরী ৩৫ নট আউট, অতিরিক্ত ১৩, ফরহাদ রেজা ৩/১৮, মোহর শেখ ২/২৫, মেহরাব হোসেন ১/২৬, নিহাদউজ্জামান ১/১৪)
রাজশাহী: ১৭.২ ওভারে ১৫৩/৩ (হাবিবুর রহমান সোহান ৬৬, সাব্বির হোসেন ২৮, প্রীতম কুমার ৩০ অপরাজিত, মেহরুব হাসান ২৬,
ফল: রাজশাহী ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১১ রানে জয়ী।
এআরবি/এমএমআর/জিকেএস