জিততে জিততে হার নিগারদের
বাংলাদেশকে ধবলধোলাই করে আইরিশদের প্রতিশোধ
জিততে জিততেই হেরে গেল বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচ সিরিজের ফাইনাল টি-টোয়েন্টিতে ১২৩ রানের পুঁজি নিয়েও শেষ দিকে ম্যাচ জমিয়ে তুলেছিল নিগার সুলতানা জ্যোতির দল। শেষ পর্যন্ত ধবলধোলাইয়ের হাত থেকে রেহাই পেল না বাংলাদেশ। আয়ারল্যান্ডের কাছে নিগাররা হেরে গেছে ৪ উইকেটে।
শুরুর দিকে সহজ হলেও শেষদিকে ম্যাচ কঠিন হয়ে যায় আয়ারল্যান্ডের জন্য। জয়ের জন্য শেষ ওভারে সফরকারী মেয়েদের দরকার ছিল ১৫। স্বর্ণা আক্তারের প্রথম বলে ঝুঁকি নিয়ে ২ রান নিতে গিয়ে আউট হন আইরিশ ব্যাটার অরলিন কেলি। পরের বলে দৌড়ে ২ রান নেন সেট ব্যাটার লরা ডেলানি।
শেষ ৪ বলে দরকার ১২ রান। স্পিনার স্বর্ণাকে পরের ৩ বলে টানা তিনটি চার হাঁকিয়ে আয়ারল্যান্ডকে শ্বাসরুদ্ধকর এই জয় উপহার দেন ডেলানি। ১ বল হাতে রেখেই জিতে যায় আইরিশরা।
এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আইরিশদের ধবলধোলাই করেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজে সেই ধবলধোলাইয়ের কঠিন প্রতিশোধ নিলো আইরিশরা।
টি-টোয়েন্টিতে এ নিয়ে তৃতীয়বারের মতো ধবলধোলাই হলো বাংলাদেশ। যার সবকটিই চলতি বছর। এর আগে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ৫-০ ব্যবধানে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছিলেন নিগাররা।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১২৩ রান তোলে বাংলাদেশ। প্রথম ১৩ ওভারেই বাংলাদেশ তোলে ১ উইকেটে ১০০ রান। ১২ রান করে আউট হন ওপেনার মুর্শিদা খাতুন।
সর্বোচ্চ ৪৩ বলে ৪৫ রানের ইনিংস ইনিংস খেলেন ওপেনার সুবহানা মোস্তারি। ৩৩ বলে ৩৪ রান করেন তিনে নামা শারমিন আক্তার। এই দুজনের বিদায়ের পর আসা-যাওয়ার মিছিলে যোগ দেন বাংলাদেশের ব্যাটাররা। শেষ ৭ ওভারে বাংলাদেশ তুলতে পারেন মাত্র ২৩ রান। দুই অংক ছুঁতে পারেননি কেউ।
জবাবে আয়ারল্যান্ডের হয়ে ৩১ বলে ৩৬ রান করেন লরা ডেলানি। ২৪ বলে ২৮ রান করেন ওপেনার অ্যামি হান্টার। অধিনায়ক গ্যাবি লুইস ২৪ বলে ২১ ও রেবেকা স্টোকেল ২২ বলে ১৯ রান করেন।
এমএইচ/জিকেএস