হেড ১৪০, ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে বড় লিড অস্ট্রেলিয়ার
ভারতকে সামনে পেলেই যেন জ্বলে উঠেন ট্রাভিস হেড। তাকে আটকাতে পারলেই অ্যাডিলেড টেস্টে লড়াইটা জমিয়ে ফেলতে পারতো ভারত। হেড একাই করেছেন ১৪০, অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে লিড ১৫৭ রানের।
১ উইকেটে ৮৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৩৩৭ রানে। হেডের সেঞ্চুরি ছাড়াও গুরুত্বপূর্ণ ৬৪ রান করেন মার্নাস লাবুশেন।
ভারতীয় দুই পেসার জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ নেন চারটি করে উইকেট।
বড় ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ভারত শুরুতেই খেয়েছে ধাক্কা। প্যাট কামিন্সের বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফিরেছেন লোকেশ রাহুল (৭)। দলীয় ১২ রানে প্রথম উইকেটের পতন ভারতের।
এমএমআর/জেআইএম