শ্রীলঙ্কাকে উড়িয়ে যুব এশিয়া কাপের ফাইনালে ভারত
শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে চলে গেছে ভারত। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে লঙ্কানদের ৭ উইকেটে হারিয়েছে ভারতীয় যুবারা।
টস জিতে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারে ১৭৩ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে মাত্র ২১.৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে লঙ্কানদের দেওয়া ১৭৪ রানের লক্ষ্য টপকে যায় ভারত।
আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ৮ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। এই ৮ রানে থাকতেই আরও দুটি উইকেটের পতন হয় লঙ্কানদের। পুলিন্দু পেরারার পর উইকেট বিলিয়ে দিয়ে আসেন ওপেনার দুলনিথ সিগেরা (১৬ বলে ২) ও ভিমাথ দিনসারা (১ বলে ০)।
চতুর্থ উইকেটে ৯৩ রানের জুটি করেন শারুজান শানমুগানাথান ও লাকবিন আবিসিংগে। দলীয় ১০১ রানে ৭৮ বলে ৪২ রানের ইনিংস খেলে আউট হন শানমুগানাথান। ফিফটি হাঁকান আবিসিংগে। ১০০ বলে খেলেন ৬৯ রানের ইনিংস। বাকিদের কেউ ২০ রানের ঘর স্পর্শ করতে পারেনি। ২২ বাকি থাকতেই ১৭৩ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
জবাবে উদ্বোধনী জুটিতেই ৯১ রান তোলে ভারত। ২৮ বলে ৩৪ রান করে আউট হন ওপেনার আয়ুশ মাতৃ। বৈভব সূর্যবংশী ৩৭ বলে ৬৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ২৭ বলে ২২ রান করেন সি আন্দ্রে সিধার্থ।
অধিনায়ক মোহাম্মদ আমান ২৬ বলে অপরাজিত ২৫ ও কার্তিককেয়া ১৪ বলে ১১ অপরাজিত ১১ রান করে ভারতের জয় নিশ্চিত করেন।
এমএইচ/এএসএম