৩ রানে ৫ উইকেট মুকিমের, ১০ উইকেটে জয় পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৪

বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার সুফিয়ানে মুকিম। তার বাঁ-হাতের ঘূর্ণি বিষ বেশ ভালোভাবেই টের পেলো জিম্বাবুয়ে। বুলাওয়ের কুইন্স স্পোটস পার্ক স্টেডিয়ামে ২.৪ ওভার বল করে মাত্র ৩ রান দিয়ে ৫ উইকেট নিলেন সুফিয়ানে মুকিম। তার এমন ঘূর্ণি বোলিংয়ে মাত্র ৫৭ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে।

জবাব দিতে নেমে একটি উইকেটও হারাতে হয়নি পাকিস্তানকে। ওমাইর ইউসুফ এবং সাইম আইয়ুব মিলে ৫.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে দেন পাকিস্তানকে। ১০ উইকেটের বিশাল জয়ের সঙ্গে এক ম্যাচ হাতে রেখে সিরিজও জিতে নিলো পাকিস্তান।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলো জিম্বাবুয়ে। দুই ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাসে মুরুমানি মিলে শুরুটা ভালোই করেছিলেন। উদ্বোধনী জুটিতে ওঠে ৩৭ রান। পরের ২০ রানেই পড়ে ১০ উইকেট। ২১ রান করেন বেনেট এবং তানিওয়ানাসে মুরুমানি করেন ১৬ রান।

আব্বাস আফ্রিদির বলে এই জুটি ভাঙতেই বালির বাধের মত ভেঙে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। পরের ৯ ব্যাটারের আর কেউ দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি। শেষ পর্যন্ত ১২.৪ ওভারে ৫৭ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।

২.৪ ওভারে ৩ রান দিয়ে ৫ উইকেট নেন মুকিম। আব্বাস আফ্রিদি ২ ওভারে ২ রান দিয়ে নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন আবরার আহমেদ, হারিস রউফ ও সালমান আগা।

জবাব দিতে নেমেই ঝড় তোলেন ওমাইর ইউসুফ এবং সাইম আইয়ুব। ১৫ বলে ২২ রান করেন ওমাইর। ১৮ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন সাইম আইয়ুব।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।