লঙ্কান প্রতিরোধ ভেঙে বড় জয়ই পেলো দক্ষিণ আফ্রিকা
ডারবান টেস্টে দ্বিতীয় দিনই পড়েছিল ১৯ উইকেট। বোলারদের হয়ে যাওয়া টেস্টে দ্বিতীয় ইনিংসে দাপট দেখালেন ব্যাটাররা। দক্ষিণ আফ্রিকার ছুড়ে দেওয়া ৫১৬ রানের অসম্ভব লক্ষ্যে লঙ্কানরাও লড়াই করলো।
কিন্তু সেই প্রতিরোধ ভেঙে শেষ পর্যন্ত ২৩৩ রানের বড় জয়ই তুলে নিলো প্রোটিয়ারা। তাতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক দল।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ১৯১ রানে গুটিয়ে দিয়ে হাওয়ায় ভাসছিল শ্রীলঙ্কা। কিন্তু মার্কো জানসেনের বিধ্বংসী বোলিংয়ে (৭/১৩) শ্রীলঙ্কা অলআউট হয় মাত্র ৪২ রানে।
প্রথম ইনিংসে ১৪৯ রানে এগিয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ত্রিস্তান স্টাবস (১২২) আর টেম্বা বাভুমার (১১৩) জোড়া সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ৩৬৬ রান নিয়ে ইনিংস ঘোষণা করে। ৫ উইকেটে ১০৩ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে শ্রীলঙ্কা।
লঙ্কানদের হার তখনই বলতে গেলে নিশ্চিত হয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে লড়াই করেছেন দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা আর কুশল মেন্ডিস। চান্দিমালই ছিলেন এই লড়াইয়ের নেতৃত্বে।
ষষ্ঠ উইকেটে ধনঞ্জয়াকে নিয়ে ৯৫ আর সপ্তম উইকেটে কুশল মেন্ডিসকে নিয়ে ৭৫ রানের জুটি গড়েন চান্দিমাল। ধনঞ্জয়া ৫৯ করে আউট হন। লড়াকু চান্দিমাল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন। কিন্তু তাকে ফিরতে হয় ৮৩ করে। কুশল মেন্ডিসের ব্যাট থেকে আসে ৪৮।
৭৯.৪ ওভার লড়াই করে দ্বিতীয় ইনিংসে ২৮২ রানে থামে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসের মতো বল হাতে আগুন ঝরান জানসেন। এবার ৭৩ রানে নেন ৪টি উইকেট। সবমিলিয়ে এক টেস্টে ১১ উইকেট শিকার করে ম্যাচসেরাও হয়েছেন প্রোটিয়া এই অলরাউন্ডার।
এমএমআর/জেআইএম