বিপদের মুখে ব্রুকের হার না মানা সেঞ্চুরি, ঘুরে দাঁড়ালো ইংল্যান্ড
২২ টেস্টের ক্যারিয়ার। এরই মধ্যে ৭টি সেঞ্চুরি করে ফেলেছেন। আছে ৩১৭ রানের মহাকাব্যিক ইনিংসও। তরুণ হ্যারি ব্রুকের মধ্যে ইংল্যান্ডের কিংবদন্তি হওয়ার সব উপকরণই দেখা যাচ্ছে।
ক্রাইস্টচার্চ টেস্টে এমন এক জায়গায় দাঁড়িয়ে লড়লেন, মনে হলো কতইনা অভিজ্ঞতার ঝুলি তার কাঁধে! ব্রুকের হার না মানা ১৩২ রানের ইনিংসে বিপদ কাটিয়ে লড়াইয়ে ফিরলো ইংল্যান্ড।
নিউজিল্যান্ডের ৩৪৮ রানের জবাবে ৫ উইকেটে ৩১৯ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে ইংল্যান্ড। ৫ উইকেট হাতে নিয়ে তারা পিছিয়ে আছে ২৯ রানে।
অথচ ৪৫ রানে ৩ আর ৭১ রানে ৪ উইকেট হারিয়ে একটা সময় ধুঁকছিল ইংল্যান্ড। সেখান থেকে ব্রুক দুটি বড় জুটি গড়লেন। একটি ওলি পোপকে নিয়ে ১৫১ রানের আরেক জুটি বেন স্টোকসকে নিয়ে ৯৭ রানের এখনও অবিচ্ছিন্ন।
দিনশেষে ব্রুক ১৬৩ বলে ১০ বাউন্ডারি আর ২ ছক্কায় ১৩২ রানে অপরাজিত আছেন। ৭৭ করে আউট হয়েছেন পোপ। বেন স্টোকস অপরাজিত ৩৭ রানে।
নিউজিল্যান্ড অবশ্য আফসোস করতেই পারে। তারা ইংলিশদের ইনিংসে ৬টি ক্যাচ ড্রপ করেছে, তার মধ্যে সেঞ্চুরিয়ান ব্রুকেরই চারটি। তারপরও গালিতে গ্লেন ফিলিপস শূন্যে ভেসে ওলি পোপকে যে ক্যাচে ফিরিয়েছেন, সেটি দিনের আলো তার দিকেই ফেলেছে।
এমএমআর/জিকেএস