ফের প্রশ্নবিদ্ধ ব্যাটিং সাকিবের, টি-টেনে খেললেন টেস্ট!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১৪ এএম, ২৯ নভেম্বর ২০২৪

আবুধাবি টি-টেন লিগে আগের ম্যাচে আজমান বোল্টসের কাছে ৩১ রানে হেরেছিল সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। শেষ মুহূর্তে ১৯ বলে ২৯ রান করলেও সাকিবের ব্যাটিং নিয়ে সমালোচনা হয়েছিল সে ম্যাচে।

কেননা বাংলা টাইগার্সের যখন দরকার ছিল ১৮ বলে ৭৩ রান। ওই সময় স্কোরবোর্ডে দেখা যায় অধিনায়ক সাকিব আল হাসানের রান ৯ বলে ৩। পরে হাত খুললেও দলকে জেতানোর মতো অবস্থায় নিতে পারেননি।

বৃহস্পতিবার রাতে সেই ব্যাটিংকেও হার মানালেন সাকিব। ডেকান গ্লাডিয়েটর্সের বিপক্ষে ২২ বল খেলে ১৫ রান করে অপরাজিত থাকেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

ফলে বাংলা টাইগার্স ৬ উইকেটে মাত্র ৭২ রান তুলতে পারে। লক্ষ্য দেয়। ৫.১ ওভারেই ৯ উইকেট হাতে রেখে এই রান তাড়া করে ফেলে ডেকান।

ম্যাচে ২২টি বল খেললেও সাকিব কোনো বাউন্ডারি মারতে পারেননি। তার স্ট্রাইকরেটও ছিল মাত্র ৬৮.১৮। অবশ্য তিনি ব্যাটিংয়েই নামেন দল বিপর্যয়ে পড়ার পর। ২৩ রানে ৪ উইকেট হারিয়েছিল বাংলা টাইগার্স। তারপরও টি-টেন ফরম্যাটে সাকিবের এমন ব্যাটিং মেনে নেয়ার মতো নয়।

পরে বল হাতেও তেমন সুযোগ পাননি। মাত্র একটি বল করতেই ম্যাচ শেষ হয়ে যায়। সেই বলেও আবার হজম করেন ছক্কা।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।