শারমিন সুপ্তার আক্ষেপের দিনে বাংলাদেশের রেকর্ড
নিজেকে খানিক দুর্ভাগা ভাবতেই পারেন শারমিন আকতার সুপ্তা। সুযোগ ছিল বাংলাদেশের নারী ক্রিকেটে দ্বিতীয় সেঞ্চুরিয়ান হওয়ার। হলো না।
বাংলাদেশের নারী ব্যাটারদের মধ্যে ওয়ানডেতে সেঞ্চুরি আছে কেবল দুটি। যার দুটিই করেছেন ফারজানা হক পিংকি। আজ বুধবার শেরে বাংলায় পিংকির পাশে থেকে দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরিয়ান হওয়ার সুবর্ণ সুযোগ ছিল শারমিন আকতার সুপ্তার।
তখনো ইনিংসের ৭ বল বাকি। আর শারমিন সুপ্তার সেঞ্চুরি করতে দরকার ছিল মাত্র ৪ রান। কিন্তু বাংলাদেশ নারী দলের এ টপ অর্ডার সুযোগ কাজে লাগাতে পারেননি।
শেরে বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৬ রানে আউট হলেন শারমিন সুপ্তা। ৮৯ বলে ১৪টি বাউন্ডারিতে সাজানো ইনিংসটি শেষ হয় আইরিশ নারী দলের অফস্পিনার ফ্রেয়া সার্জেন্টের বলে। ফ্লাইটেড ডেলিভারিতে কভারের আশপাশ দিয়ে মারতে গিয়ে মিড অফে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সুপ্তা।
আউট হওয়ার ধরন এবং শটটি দেখে মনে হয়েছে, ক্লান্তির কারণেই ঠিক মাঝ ব্যাটে শটটি খেলতে পারেননি সুপ্তা। আউট হওয়ার আগে ওভার শেষের বিরতিতে ক্লান্ত অবসন্ন সুপ্তাকে হাঁটু মুড়ে বসে থাকতে দেখা গেছে। তখনই বোঝা গেছে, ক্লান্তি ছুঁয়েছে তাকে।
সুপ্তা হাফসেঞ্চুরি করতে গিয়ে সিঙ্গেলস ডাবলসের চেয়ে বাউন্ডারিই হাঁকিয়েছেন বেশি। পঞ্চাশে তার ৩৬ রানই আসে বাউন্ডারি থেকে। কিন্তু পরের ৪৬ রান নিতে গিয়ে চারের চেয়ে ডাবলস ও সিঙ্গেলসের ওপর ভর করেন। খুব স্বাভাবিকভাবেই দৌড়াদৌড়ি করতে হয়েছে বেশি।
তার প্রমাণ হাফসেঞ্চুরির পর বাকি ৪৬ রানের মধ্যে ছিল ৫টি বাউন্ডারি। বাকি ২৬ রান আসে সিঙ্গেলস থেকে। সুপ্তার ১০৭.৮৭ স্ট্রাইকরেটের ইনিংসটির আগে আরও একটি ইনিংস বাংলাদেশ নারী দলকে আজ এগিয়ে দিয়েছে। তিনি ওপেনার ফারজানা হক পিংকি। পিংকির ব্যাট থেকে আসে ৬১ (১১০ বলে চার বাউন্ডারিতে)।
এছাড়া ওপেনার মুর্শেদা খাতুনও (৬১ বলে ৩৮) দলকে শক্ত ভিত গড়ে দিতে কার্যকর অবদান রাখেন। ফারজানা পিংকি আর মুর্শেদা উদ্বোধনী জুটিতে খানিক ধীরে খেলে ৫৯ রান তুলে দেন।
এরপর সবচেয়ে বড় জুটিটি গড়েন ফারজানা পিংকি আর শারমিন আকতার সুপ্তা। দ্বিতীয় উইকেটে তারা দুজন জুড়ে দেন ১০৪ রান। হাতে উইকেট থাকায় শেষ দিকে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (২৮ বলে ২৮), সোমা আকতার (৯ বলে ১৩) হাত খুলে খেলার সুযোগ পান।
আর তাদের সবার অবদানে টিম বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ২৫২ রান। যা ওয়ানডেতে বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ দলগত সংগ্রহ।
এর আগে বাংলাদেশের ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর ছিল ২৫০। ২০২৩ সালের ১৬ ডিসেম্বর ইস্ট লন্ডনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সংগ্রহ গড়েছিল নারী দল।
এআরবি/এমএমআর/জিকেএস