৪ রানের জন্য সেঞ্চুরি মিস সুপ্তার, বাংলাদেশের সংগ্রহ ২৫২

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০১:২২ পিএম, ২৭ নভেম্বর ২০২৪

বল হাতে ছিল ৭টি। রান দরকার ৪। চাইলেই শেষ বলে সিঙ্গেলস নিয়ে পরের ওভারে দেখেশুনে সেঞ্চুরিটা পূরণ করে ফেলতে পারতেন শারমিন সুপ্তা। কিন্তু মাথা গরম করে সেই সুযোগ হাতছাড়া করলেন।

বড় শট খেলতে গিয়ে ত্রিশ গজের মধ্যে ক্যাচ দিয়ে ফিরলেন সুপ্তা। ৮৯ বলে ১৪ বাউন্ডারিতে তিনি করেন ৯৬। মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ নারী দল তুলেছে ৪ উইকেটে ২৫২ রান। আয়ারল্যান্ডের লক্ষ্য ২৫৩ রানের।

সুপ্তা ছাড়াও হাফসেঞ্চুরি পেয়েছেন ওপেনার ফারজানা হক। তবে তিনি ছিলেন ধীরগতির। ১১০ বল খেলে ৪ বাউন্ডারিতে ৬১ রান করেন ফারজানা। এছাড়া আরেক ওপেনার মুরশিদা খাতুন ৬১ বলে ৩৮, অধিনায়ক নিগার সুলতানা ২৮ বলে করেন ২৮ রান।

আয়ারল্যান্ডের ফ্রেয়া সারজেন্ট ৫১ রানে নেন দুটি উইকেট।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।