দুই যুগ পর জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন সিলেট

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ২৬ নভেম্বর ২০২৪

দুই যুগ পর জাতীয় লিগের শিরোপা জিতলো সিলেট বিভাগ। আজ মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বরিশালকে ৫ উইকেটে হারিয়ে জাতীয় লিগে প্রথমবার চ্যাম্পিয়ন হলো অমিত হাসান ও নাসুম আহমেদ ও ইবাদত হোসেনদের দল।

শেষ হাসি হাসতে না পারলেও গত কয়েক বছর ধরেই জাতীয় লিগে ভাল খেলে আসছিল সিলেট। তবে শিরোপার হাতছানি থাকলেও তা স্পর্শ করা সম্ভব হয়নি। অবশেষে এবার সে কাঙ্খিত শিরোপা জিতলো সিলেট। এক ম্যাচ আগেই শিরোপার বন্দরে পৌঁছে গেলো রাজিন সালেহ আলমের শিষ্যরা।

প্রথমে ব্যাট করতে নেমে ৩০৪ রানে অলআউট হয় বরিশাল। পাল্টা ব্যাট করতে নেমে সিলেট প্রথম ইনিংস শেষ করে ৩৪২ রানে। দ্বিতীয় ইনিংসে বরিশালকে ১৪২ রানে বেঁধে ফেললে সিলেটের জয়ের জন্য দরকার পড়ে মাত্র ১০৫ রানের।

এই ছোট লক্ষ্যের পিছু ধেয়ে আজ (মঙ্গলবার) দিনের শুরুতে চাপে পড়ে যায় সিলেট। মাত্র ২৭ রানে খোয়া যায় ৩ উইকেট। ফিরে যান ওপেনার পিনাক ঘোষ (১৮), তৌফিক খান তুষার (০) ও তিন নম্বরে নামা মুবিন আহমেদ দিশান (০)।

চাপের মুখে পড়ে শক্ত হাতে হাল ধরেন অমিত হাসান ও বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। নাসুম ৫২ বলে ৪৪ রান করে আউট হয়ে গেলেও অমিত হাসান ঠিকই অন্যপ্রান্ত আগলে রাখেন। এরপর ৬৯ বলে ৩৮ রানের হার না মানা ইনিংস উপহার দিয়ে দল জিতিয়ে বিজয়ীর বেশে সাজঘরে ফেরেন অধিনায়ক অমিত।

এদিকে সিলেট চ্যাম্পিয়ন হলে এবারের জাতীয় লিগের আরও এক রাউন্ড খেলা বাকি। সমান ৬ খেলা শেষে সিলেটের পয়েন্ট দাড়িয়েছে ৩৭। আর রংপুর বিভাগের পয়েন্ট ২৩। এছাড়া ঢাকা বিভাগের পয়েন্ট ১৮।

অন্যদিকে ঢাকা মেট্রোর পয়েন্ট ২১। এখন শেষ খেলায় যদি সিলেট হেরেও যায়, আর রংপুর বোনাসসহ (জয়ের সুবাদে ৮ আর বোনাস ১) পুরো ৯ পয়েন্টও পায়, তাও সিলেটকে টপকে যেতে পারবে না আর। তাই এখন শেষ ম্যাচ সিলেটের কাছে নিয়মরক্ষার শুধু। ওই ম্যাচে হারলেও সিলেটই চ্যাম্পিয়ন।

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।