হঠাৎ ইনিংস ঘোষণা বাংলাদেশের, নামেনি মাঠেও

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ২৫ নভেম্বর ২০২৪

অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনের খেলা শুরুর আগেই ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। গতকাল রোববার ৯ উইকেটে ২৬৯ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল টাইগাররা। সে হিসেবে আজ মাঠে নামার কথা ছিল গতকালের অপরাজিত দুই ব্যাটার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের।

কিন্তু তাদেরকে ব্যাটিংয়ে পাঠালেন না অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মাঠে নামার আগেই ইনিংস ঘোষণা দিলেন তিনি। ব্যাট করতে পাঠালেন ওয়েস্ট ইন্ডিজকে। যে কারণে ক্যারিবিয়ানদের ব্যাটিং দিয়ে শুরু হয়েছে চতুর্থ দিনের খেলা।

বাংলাদেশ তো আগের দিনের খেলা শেষেই ইনিংস ঘোষণা করতে পারতো। কিন্তু চতুর্থ দিনের খেলা শুরুর আগমুহূর্তে কেন এমন সিদ্ধান্ত, এ নিয়ে দেশের ক্রিকেটপ্রেমীদের মনে কৌতুহলের জন্ম নিয়েছে নিশ্চয়ই।

কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে, দিনের শুরুতে পিচ থেকে বাড়তি সুবিধা পাওয়ার জন্যই এমনটি করেছে বাংলাদেশ। সকালে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে দ্রুতই কিছু উইকেট তুলে নেওয়াই বোধহয় টাইগারদের লক্ষ্য।

এই প্রতিবেদন লেখার সময় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ ওভারের খেলা শেষে কোনো উইকেট না হারিয়ে ১১ রান। মিকেইল লুইস ১ ও ক্রেইগ ব্রাথওয়েট অপরাজিত আছেন ১০ রানে। ক্যারিবিয়ানদের লিড এখন ১৯১ রানের।

এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।