আইপিএল নিলাম

দল পেলেন না মোস্তাফিজ-রিশাদ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:২০ পিএম, ২৫ নভেম্বর ২০২৪

অনুমানই সত্যি হলো। আইপিএলের মেগা নিলামে মোস্তাফিজুর রহমানের বিক্রি হওয়ার সম্ভাবনাই ছিল কম। শেষ পর্যন্ত হতাশই হতে হলো বাংলাদেশি পেসারকে। দল পেলেন না গত মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা এই টাইগার পেসার।

২০২৫ সালের মেগা নিলামকে সামনে রেখে নিজের ভিত্তিমূল্য ২ কোটি রুপি রেখেছিলেন মোস্তাফিজ। নিলামে নাম তুললে তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

মোস্তাফিজের মতো হতাশ হতে হয়েছে রিশাদ হোসেনকেও। ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যে নিজের নাম নিবন্ধন করলেও কারো নজর কাড়তে পারেননি।

আইপিএলে খেলার অভিজ্ঞতার দিক থেকে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হলেন মোস্তাফিজ। সব মিলিয়ে এখন পর্যন্ত ৭ মৌসুম খেলেন তিনি। সর্বশেষ চেন্নাইয়ে।

মোস্তাফিজের গত মৌসুমের শুরুটা ছিল দুর্দান্ত। বেশ কিছুদিন নিজের দখলে রেখেছিলেন সর্বোচ্চ উইকেশিকারির স্বীকৃতি পার্পল ক্যাপও। তবে শেষ দিকে খেঁই হারিয়েছেন বাঁহাতি এই পেসার।

অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ বোলিং করে আলোচনায় আসেন রিশাদ। তবে ডানহাতি লেগস্পিনারের সেই চমক আইপিএলে দলে পাওয়ার জন্য যথেষ্ঠ হয়নি। অভিজ্ঞতা হলো না আইপিএলে খেলারও।

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।