পার্থের পিচের সঙ্গে যেভাবে নিজের বউয়ের তুলনা করলেন ইরফান
পার্থ টেস্টে পিচের চরিত্র একদিনের ব্যবধানে আগাগোড়া বদলে গেল। যে পিচে প্রথম দিনে রীতিমত ধুঁকছিলেন ব্যাটাররা, সে পিচে দ্বিতীয় দিনে বোলাররা হা-হুতাশ করে মরলেন!
প্রথম দিনে ২১৭ রান তুলতে দুই দলের মিলিয়ে উইকেট পড়েছিল ১৭টি। আর দ্বিতীয় দিনে সর্বসাকুল্যে পড়েছে ৩ উইকেট, রান হয়েছে ২০৯।
দ্বিতীয় ইনিংসে দুই ওপেনার জসশ্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলের ১৭২ রানের অবিচ্ছিন্ন জুটিতে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ভারত। আজ রোববার তৃতীয় দিনে তাদের সেই জুটি থেমেছে ২০১ রানে। অস্ট্রেলিয়ার মাটিতে উদ্বোধনী জুটিতে এটিই এখন ভারতের সবচেয়ে বড় রানের জুটি।
এর আগে ১৯৮৬ সালে সিডনিতে প্রথম উইকেটে সুনীল গাভাসকর ও ক্রিস শ্রীকান্ত ১৯১ রানের জুটি করেছিলেন।
একদিনের ব্যবধানে পার্থের উইকেটের চরিত্র বদল দেখে অবাক হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। অন্যদিকে পিচের এমন পরিবর্তন দেখে রসিকতা করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান।
সামাজিক যোগযোগামাধ্যমে নিজের এক্স একাউন্টে মজা করে একটি পোস্ট করেন ইরফান। একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘যত তাড়াতাড়ি এই পিচ বদলেছে, এতো তাড়াতাড়ি তো আমার বউয়েরও মেজাজ পরিবর্তন হয় না।’
Itna jaldi to meri wife ka mood bhi change nahi hota jitni jaldi ye pitch badli hai. pic.twitter.com/crzEw8VUVT
— Irfan Pathan (@IrfanPathan) November 23, 2024
পার্থ টেস্টের প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়েছে ভারত। এরপর অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে ১০৪ রানেই। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে ভারতের লিড এখন ৪০০ ছুঁইছুঁই।
এমএইচ/জেআইএম