ফিক্সিংয়ের ছায়া! আবুধাবি টি-টেন লিগে নো-বল ঘিরে বিতর্ক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ২৩ নভেম্বর ২০২৪

সংযুক্ত আরব আমিরাতের পেসার হজরত বিলালের একটি নো-বলকে ঘিরে আবুধাবি টি-টেন লিগে বিতর্কের সৃষ্টি হয়েছে। নো-বল করার সময় ক্রিজ থেকে এতটাই বাইরে ছিল তার পা, যা কিনা অনেকেই মনে করছেন এটা ইচ্ছেকৃত বা স্পট ফিক্সিং।

ঘটনাটি ২২ নভেম্বর শুক্রবার স্যাম্প আর্মির সঙ্গে নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের ম্যাচের। বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নারও।

বিলাল স্যাম্প আর্মির হয়ে প্রতিনিধিত্ব করেন। তিনি যখন বল করছিলেন তখনই একটি নো-বল করে বসেন। যেখানে দেখা যাচ্ছে তার পা কম করে ক্রিজ থেকে এক ফুটের মতো বাইরে রয়েছে। বিষয়টি অবাক করেছে সমর্থকসহ বিলালের সতীর্থদের। ঘটনার সময়ের একটি ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন অসি তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। তিনি হাসির ইমোজি দিয়ে লেখেন, ‘এটা কী ফ্রি-হিট ছিল?’

শুক্রবারের ম্যাচে চতুর্থ ওভারে বল করতে এসেছিলেন বিলাল। সেই সময় নিউইয়র্কের স্কোর ছিল ৩২ রানে ২ উইকেট। আগে ব্যাট করে ১ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলেছিল স্যাম্প আর্মি, নিউইয়র্কের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩৬ রানের।

ওভারের শুরুটা ভালোই করেছিলেন বিলাল। কাণ্ড ঘটে ওভারের পঞ্চম বলে, নো-বল করে বসেন তিনি। রিপ্লেতে দেখা যায়, ক্রিজ থেকে প্রায় এক ফুট বাইরে ছিল তার পা। এই কাণ্ড দেখে তার সতীর্থরাও হাসছিলেন। এরপর ফ্রি হিটে ছক্কা হাঁকান নিউইয়র্কের ডোনোভান ফেরেইরা। যদিও শেষ পর্যন্ত ম্যাচে ৩৬ রানে জয় লাভ করে স্যাম্প আর্মি।

এর আগে আবুধাবি টি-টেন লিগকে ঘিরে দুর্নীতির অভিযোগ উঠেছিল। ফিক্সিংয়ের দায়ে পুনে ডেভিলস দলের ব্যাটিং কোচ আশার জাইদিকে ২০২১ সালে পাঁচ বছরের জন্য নির্বাসিত হতে হয়েছিল। ওই একই ঘটনায় দলের মালিক পরাগ সাংভি এবং কৃষাণ কুমার চৌধুরীকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।