টানা তিন সেঞ্চুরি হাঁকিয়ে তিলকের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২৩ নভেম্বর ২০২৪

এ যেন নতুন রানের মেশিন আবিষ্কার করলো ভারত। খনির দেশ দক্ষিণ আফ্রিকায় খেলতে পাঠিয়ে নতুন খনির সন্ধান পেল ভারতীয়রা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ সিরিজের শেষ দুই টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিলক ভার্মা। আজ শনিবার ভারতের ঘরোয়া প্রতিযোগিতা সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তিনি হাঁকালেন আরও এক সেঞ্চুরি।

টানা তিন সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড করেছেন তিলক। স্বীকৃত টি-টোয়েন্টিতে এর আগে সেঞ্চুরির হ্যাটট্রিক করার রেকর্ড আর নেই কারো। বলাই যায়, সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে অসাধ্য কাজই সাধন করলেন তিলক।

শনিবার রাজকোটে হায়দরাবাদের হয়ে মেঘালয়ের বিপক্ষে ৬৬ বলে ১৫১ রানের ইনিংস খেলেন তিলক। ছক্কা হাঁকান ১০টি, চার ১৪টি। মারকুটে এই ব্যাটারের ইনিংসের উপর ভর করে ৪ উইকেটে ২৪৮ রান করে হায়দরাবাদ। জবাবে ব্যাট করতে নেমে ৬৯ রানে গুটিয়ে যায় মেঘালয়।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচেও সমান ১০ ছক্কা হাঁকিয়েছিলেন তিলক। তার আগের টি-টোয়েন্টি ৭টি। অর্থাৎ শেষ ৩ ম্যাচে তিলকের ব্যাট থেকে এসেছে ২৭টি ছক্কা।

স্বীকৃত টি-টোয়েন্টি ভারতের দ্বিতীয় ব্যাটার হিসেবে ১৫০ বা তার বেশি রানের ইনিংস খেললেন তিলক। এর আগে ২০২২ সালের অপরাজিত ১৬২ রানের ইনিংস খেলেছিলেন কিরান নাভগিরে।

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।