টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ২২ নভেম্বর ২০২৪

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে টস জিতেছে বাংলাদেশ। টস জিতে আগে বোলিং নিয়েছেন টাইগারদের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

এই ম্যাচ দিয়ে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে মিরাজের। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরিতে পড়ায় দলের নেতৃত্ব কাঁধে নিয়েছেন ডানহাতি এই অলরাউন্ডার।

আগে বোলিং নেওয়ার কারণ হিসেবে মিরাজ বলেছেন, ‘আমি প্রথমে বোলিং করতে চাই। কারণ আমি মনে করি প্রথম ঘণ্টা বোলারদের জন্য গুরুত্বপূর্ণ। উইকেট ভালো দেখায়। কিন্তু আমাদের প্রথম ঘণ্টার সুবিধা আদায় করে নিতে হবে। আমরা দুইজন স্পিনার নিয়ে খেলছি- তাইজুল ও আমি। আর তিনজন ফাস্ট বোলার।’

ওয়েস্ট ইন্ডিজের সাথে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বাংলাদেশের আছে মিশ্র স্মৃতি। দুইরকম অভিজ্ঞতা। আছে পাঁচদিন লড়াই করে টেস্ট জয়ের কৃতিত্ব। জিম্বাবুয়েকে বাদ দিয়ে সুপ্রতিষ্ঠিত ক্রিকেট শক্তিগুলোর মধ্যে দেশের বাইরে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ বিজয়ের অনন্য কৃতিত্বটাও এই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে (২০০৯ সালে ২ টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে জয়)।

তবে তেঁতো অভিজ্ঞতাও আছে। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের দুই যুগের ইতিহাসে সবচেয়ে কম রানে (৪৩) অলআউট হওয়ার লজ্জাটাই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামেই।

১৮ বছরের মধ্যে প্রথমবারের মত এ টেস্টে টাইগাররা খেলতে নামবে পঞ্চপাণ্ডবের (মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান) কাউকে ছাড়া।

টাইগারদের সর্বনিম্ন টেস্ট ইনিংস যে ভেন্যুতে, সেখানে পঞ্চপাণ্ডবের কাউকে ছাড়া খেলতে নেমে কেমন করে নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল, সেটাই এখন দেখার।

এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।