হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে পাকিস্তানের পুঁজি মাত্র ১১৭ রানের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ১৮ নভেম্বর ২০২৪

প্রথম দুই টি-টোয়েন্টি জিতে আগেই সিরিজ নিশ্চিত করে ফেলেছিল অস্ট্রেলিয়া। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ছিল পাকিস্তানের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর। মান বাঁচানোর ম্যাচেও বড় পুঁজি গড়তে পারলে না পাকিস্তান। অসি বোলারদের তোপে ১৮.১ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে গেছে সালমান আলি আগার দল। পাকিস্তানকে ধবলধোলাই করতে হলে অস্ট্রেলিয়াকে করতে হবে ১১৮ রান।

সোমবার হোবার্টে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল পাকিস্তান। ৬১ রান পর্যন্ত সফরকারীদের ছিল ১ উইকেট। দ্বিতীয় ওভারে অস্ট্রেলিয়ার পেসার স্পেন্সার জনসনের বলে আউট হন পাকিস্তান ওপেনার সাহেবজাদা ফারহান (৭ বলে ৯)।

দলীয় ৬১ রানে হাসিবুল্লাহ খান আউট পরই ধসে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ। ৯১ রানে চলে যায় ৭ উইকেট। অর্থাৎ ৩১ রান তুলতেই ৬ উইকেট হারায় পাকিস্তান। আসা যাওয়ার মিছিলে ছিলেন উসমান খান (৪ বলে ১), সালমান আলি আগা (৯ বলে ১), ইরফান খান (৮ বলে ১০), আব্বাস আফ্রিদি (৮ বলে ১)।

বাবর আজম আউট হন ২৮ বলে ৪১ রান করে। পাকিস্তান ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত রান এটিই। ব্যাটিং ধসের মধ্যে আউট হন এই ডানহাতি।

শাহিন শাহ আফ্রিদির ১২ বলে ১৬ রানের ইনিংসে ১০০ পার করে পাকিস্তান। শেষদিকে ১ রানে ৩ উইকেট হারালে ১৮.১ ওভারেই গুটিয়ে যায় সফরকারীরা।

অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট নেন অ্যারন হার্ডি। ২টি করে উইকেট নেন স্পেন্সার জনসন ও অ্যাডাম জাম্পা।

এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।