২০৯ রানে নিউজিল্যান্ডকে বেঁধে ফেললো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ১৭ নভেম্বর ২০২৪

প্রথম ম্যাচটা ছিল বৃষ্টি বিঘ্নিত। সে ম্যাচে বৃষ্টি আইনে নিউজিল্যান্ডকে ৪৫ রানে হারিয়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে আজ লঙ্কানদের সিরিজ নিশ্চিত করার মিশন, নিউজিল্যান্ডের সামনে মিশন সিরিজ রক্ষা করার।

এমন পরিস্থিতিতে কেন্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় স্বাগতিক শ্রীলঙ্কা। আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে লঙ্কান বোলারদের তোপের মুখে পড়ে মাত্র ২০৯ রানে অলআউট হয়ে গেছে কিউইরা।

সর্বোচ্চ ৭৬ রান করেন মার্ক চাপম্যান। ৪৯ রান করেন মিচেল হেই। বাকি ব্যাটাররা উল্লেখযোগ্য কোনো স্কোর করতে পারেননি।

টস হেরে ব্যাট করতে নামার পরই লঙ্কান স্পিনার দুনিথ ভেল্লালাগের বলে ৪ রান করে বোল্ড হয়ে যান টিম রবিনসন। ৮ রান করে মহেশ থিকসানার বলে বোল্ড হন হেনরি নিকোলস। ৩১ রানে ২ উইকেট হারানোর পর উইল ইয়ং এবং মার্ক চাপম্যান মিলে গড়ে তোলেন ৩৮ রানের জুটি।

কিন্তু ৪০ বলে ২৬ রান করে জেফরি ভেন্ডারসির বলে আউট হয়ে যান উইল ইয়ং। এরপর গ্লেন ফিলিপসকে নিয়ে জুটি গড়েন চাপম্যান। এ জুটিতে ওঠে ২৭ রান। ১৫ রান করে চারিথ আশালঙ্কার বলে বিদায় নেন ফিলিপস।

পরের জুটিটা গড়ে ওঠে মার্ক চাপম্যান এবং মিচেল হেই-এর মধ্যে। এই জুটিই কিছুটা সম্মান রক্ষা করে কিউইদের। দু’জনের ব্যাটে গড়ে ওঠে ৭৫ রানের জুটি। ১৭৩ রানের মাথায় আউট হন মার্ক চাপম্যান। ৮১ বলে ৭ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৭৬ রান করেন তিনি।

এরপর শুরু হয় যেন আসা-যাওয়ার মিছিল। কেউ দাঁড়াতে পারেননি লঙ্কান বোলাদের সামনে। সর্বশেষ ৪৫.১ ওভারে ২০৯ রানে যখন অলআউট হয়, তখন শেষ ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন মিচেল হেই। ১ রানের জন্য হাফ সেঞ্চুরি করতে পারেননি তিনি।

লঙ্কান বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নেন মহেশ থিকাসানা ও জেফরি ভেন্ডারসি। ২ উইকেট নেন আসিথা ফার্নান্দো। ১টি করে উইকেট নেন দুনিথ ভেল্লালাগে ও চারিথ আশালঙ্কা।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।