গ্লোবাল সুপার লিগে খেলতে পারা সোহানের কাছে বড় পাওয়া

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ১৬ নভেম্বর ২০২৪

আগামী ২৬ নভেম্বর ৫ দেশের ৫টি দল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী আসর। টুর্নামেন্টের মোট ১১ ম্যাচের সবগুলোই হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে।

নুরুল হাসান সোহানের নেতৃত্বে দুই ভাগে টুর্নামেন্টে যাচ্ছে রংপুর। অধিনায়কসহ দলের প্রথম বহর যাবে আগামীকাল রোববার। যুক্তরাষ্ট্র কানাডায় দুই তিনদিন ঘোরাফেরা করে বার্বাডোজে যাবেন তারা। যাওয়ার আগে আজ শনিবার শেরে বাংলায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সোহান। দ্বিতীয় বহর যাবে আগামী ২১ নভেম্বর।

বাংলাদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি বিশ্বমঞ্চে খেলছে এবারই প্রথম। দেশের ক্রিকেটারদের জন্য এই টুর্নামেন্ট উপকারী হবে বলে মনে করেন সোহান।

তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় যে এটা আমাদের খেলোয়াড়দের জন্য বড় সুযোগ এমন একটা গ্লোবাল টুর্নামেন্ট হচ্ছে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হবে। এখানে অংশ নেওয়া। বাংলাদেশের হয়ে কোনো ফ্র্যাঞ্চাইজি দল দেশের বাইরে যাচ্ছে, এটা মনে হয় অনেক বড় পাওয়া আমাদের জন্য।’

বিশ্বক্রিকেটের এই আসরে ভালো কিছু করার প্রত্যাশা সোহানের। তাছাড়া অধিনায়কের দায়িত্বও আছে কাঁধে। সোহান বলেন, ‘একই সঙ্গে আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে শতভাগ ভালো কিছু করার করার। যেন ভবিষ্যতে আমাদের ক্রিকেটে ভালোর জন্য এরকম সুযোগ আসে।’

নিজেদের প্রস্তুতির পরিকল্পনা জানিয়ে সোহান বলেন, ‘সত্যি বলতে আমরা জাতীয় লিগের ম্যাচ খেলছিলাম। শেষ চারদিন আমরা একসঙ্গে অনুশীলন করেছি। আমার কাছে মনে হয় ওখানে (গায়ানা) গিয়ে তিন চারদিন অনুশীলনের একটা সুযোগ পাবো।’

গায়ানার উইকেট নিয়ে উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘আমি লাস্ট ওডিআই সিরিজ ওখানে (গায়ানা) খেলেছিলাম। গায়ানার উইকেট ও বাংলাদেশের উইকেট কিছুটা একই। কোচ মিকি আর্থারের সঙ্গে কথা হয়েছে পুরো দলের, কী পরিকল্পনা নিয়ে আমরা যেতে পারি এবং কেমন পরিস্থিতি হতে পারে সেটার একটা ধারণা সবাই পেয়েছে। ওখানে যাওয়ার পর তিন চারদিন অনুশীলনের সুযোগ পাবো, সেটা কাজে লাগানোর চেষ্টা করবো।’

চেনা থাকলেও গায়ানার চ্যালেঞ্জও দেখছেন সোহান। তিনি বলেন, ‘অবশ্যই। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। এটা আমাদের জন্য অনেক বড় শেখার প্রক্রিয়া। আমরা হয়তো খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাই না। যেহেতু এই টুর্নামেন্ট খেলছি, এরপর এনসিএলে টি-টোয়েন্টি আছে, বিপিএল আছে।’

‘সব মিলিয়ে এ বছর অনেক বেশি টি-টোয়েন্টি খেলতে পারবো। আর টি-টোয়েন্টি জিনিসটা এমন, আমরা যত খেলবো, অভিজ্ঞতা বলেন বা সবকিছু বলেন। যেহেতু ওখানে পাঁচটা ভালো মানের দল আছে, আমার কাছে মনে হয় অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলতে পারবো। যেটা আমাদের ভবিষ্যতে কাজে দেবে’- যোগ করেন সোহান।

সুপার লিগে রংপুর রাইডার্স ছাড়াও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া, ওয়েস্ট ইন্ডিজের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার ও পাকিস্তানের লাহার কালান্দার্স খেলবে।

এআরবি/এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।