ঘুচলো পাঁচ বছরের আক্ষেপ, দুই ম্যাচ রেখেই সিরিজ জয় ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৫ এএম, ১৫ নভেম্বর ২০২৪

২০১৯ সাল থেকে পাঁচবারের চেষ্টায় অবশেষে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সিরিজ জয়ের স্বাদ পেলো ইংল্যান্ড। জয়টা অবশ্য বেশ দাপুটেই। পাঁচ ম্যাচের সিরিজ দুই টি-টোয়েন্টি হাতে রেখেই নিজেদের করে নিয়েছে জস বাটলারের দল।

গ্রস আইলেটে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেট আর ৪ বল হাতে রেখে হারিয়েছে ইংলিশরা। তিন ম্যাচেই টসভাগ্য সহায় ছিল তাদের।

এই ম্যাচে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় বাটলারের দল। ৮ উইকেটে ১৪৫ রানেই থেমে যায় ক্যারিবীয়রা। সাকিব মাহমুদের তোপে ৩৭ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল তারা।

সেখান থেকে রভম্যান পাওয়েল ৪১ বলে ৩ চার আর ৪ ছক্কায় ৫৪ আর রোমারিও শেফার্ড ২৮ বলে ৩০ রান করে দলকে বিপদ থেকে উদ্ধার করেন। শেষদিকে ১৯ বলে অপরাজিত ২১ রানের ইনিংস খেলেন আলজেরি জোসেফ।

সাকিব মাহমুদ ১৭ রানে আর জেমি ওভারটন ২০ রান খরচায় নেন তিনটি করে উইকেট।

জবাবে ৩৭ রানে ৩ উইকেট হারিয়েছিল ইংল্যান্ডও। সেখানে দাঁড়িয়ে ৩৩ বলে ৩২ রানের ধীর ইনিংস খেলেন ওপেনার উইল জ্যাকস।

তবে এরপর স্যাম কারান আর লিয়াম লিভিংস্টোনের ঝোড়ো ব্যাটিংয়ে জয় পেতে তেমন কষ্ট হয়নি ইংল্যান্ডের। কারান ২৬ বলে ৪১ আর লিভিংস্টোন ২৮ বলে ৩৯ রানের ইনিংস খেলেন।

ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেন ২২ রানে নেন ৪টি উইকেট।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।