ভালো খেলেও প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:১৭ পিএম, ১৩ নভেম্বর ২০২৪

বসুন্ধরা কিংস অ্যারেনার গ্যালারি বেশিরভাগই ছিল ফাঁকা। টিকিটের অতিমূল্যে হয়তো দর্শক স্টেডিয়ামবিমুখ হয়েছে। তারপরও যারা মাঠে উপস্থিত হয়েছিলেন খেলা দেখতে তারা নিজেদের দলের কাছ থেকে ভালো ফুটবলই দেখেছেন।

তবে মুখে হাসি ফোটাতে পারেননি রাকিব-ফহিমরা। প্রথমার্ধে মালদ্বীপের চেয়ে ভালো ফুটবল খেলেও পিছিয়ে থাকা দলটির নাম বাংলাদেশ। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে সফরকারী দলটি।

১৮ মিনিটে ফ্রি-কিক থেকে আলি ফাসিরের গোলে এগিয়ে যায় মালদ্বীপ। ডান দিকে বক্সের কোনা থেকে হামজা মোহামেদের নেওয়া ফ্রি-কিকে ফাসিরের হেড ড্রপ খেয়ে জড়িয়ে যায় জালে।

৩০ মিনিটে সমতা ফিরিয়ে আনার দারুণ এক সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। বাম দিক দিয়ে ঢুকে ইসা ফয়সাল ক্রস নিয়ে চলন্ত বলে পা চালিয়েছিলেন ফয়সাল আহমেদ ফাহিম। তবে ফাহিম বল লক্ষ্যে রাখতে পারেননি। ৪৪ মিনিটে সোহেল রানার শট পোস্টে লাগলে প্রথমার্ধে মালদ্বীপই এগিয়ে থাকে।

বাংলাদেশ বেশিরভাগ সময় মালদ্বীপের সীমনায় রাজত্ব করলেও গোলের তেমন সুযোগ তৈরি করতে পারেনি। মালদ্বীপ একটি সুযোগ পেয়ে সেটাই কাজে লাগিয়ে লিড নিয়েছে ম্যাচে।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।