বিশ্বকাপজয়ী পেসারকে বোলিং কোচ নিয়োগ দিল্লি ক্যাপিটালসের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৩ এএম, ১৩ নভেম্বর ২০২৪

দীর্ঘদিন ভারতের জাতীয় দলে খেলেছেন। জিতেছেন ২০১১ সালে বিশ্বকাপও। ফাস্ট বোলার হলেও মূলত মুনাফ প্যাটেলের অস্ত্র ছিল সুইং বোলিং। বিশ্বকাপজয়ী এই পেসারকে এবার বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দিল্লি ক্যাপিটালস।

অতীতে দিল্লি ক্যাপিটালসের হয়ে না খেললেও মুনাফ আইপিএলে খেলেছেন একাধিক দলের হয়ে। পারফরমেন্সও তার যথেষ্টই ভালো ছিল। তাকেই এবার আইপিএলের নিলামের আগে বোলিং কোচের দায়িত্ব তুলে দিলো দিল্লির টিম ম্যানেজমেন্ট।

সম্প্রতি সাবেক ভারতীয় ক্রিকেটার বেনুগোপাল রাওকে হেড কোচ নিযুক্ত করে দিল্লি ক্যাপিটালস। তার তত্ত্বাবধানেই এবার বোলিং কোচের দায়িত্ব পালন করতে দেখা যাবে মুনাফ প্যাটেলকে। এছাড়াও কয়েক দিন আগেই ডিরেক্টর অফ ক্রিকেট পদে সাবেক ভারতীয় ক্রিকেটার হেমং বাদানিকে নিযুক্ত করে দিল্লি।

দেশের জার্সিতে ৭০টি ওয়ানডে ম্যাচে খেলেছেন মুনাফ প্যাটেল, নিয়েছেন ৮৬ উইকেট। টেস্টেও তার ঝুলিতে রয়েছে ৩৫টি উইকেট। ৬৫টি আইপিএলের ম্যাচে মুনাফের আছে ৭৬ উইকেট।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।