সিরিজ হেরে র‌্যাংকিংয়ে ৯-এ নেমে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১৮ এএম, ১২ নভেম্বর ২০২৪

ক্রিকেটে বাংলাদেশের অহংকার মনে করা হয় ওয়ানডে ফরম্যাটকে। ভক্তরাও প্রত্যাশা করেন, টেস্ট ও টি-টোয়েন্টিতে যাই হোক, অন্তত ৫০ ওভারের খেলায় ভালো কিছুই করবে বাংলাদেশ। যে কারণে ভারতের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হলেও আফগানিস্তান সিরিজে চোখ রেখেছিলেন শত শত ভক্ত।

এবার ওয়ানডেতেও ভক্তদের চরম হতাশ করলেন বাংলাদেশের ক্রিকেটাররা। আফগানদের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরে গেলেন তারা। শুধু সিরিজ হার নয়, র্যাংকিংয়েও বাংলাদেশ নেমে গেছে ৯ নম্বরে।

শুধু বাংলাদেশ নয় নম্বরে নেমে গেছে, বিষয়টা এখানেই শেষ নয়। আফগানিস্তানও টপকে গেছে বাংলাদেশকে। আইসিসির হালনাগাদ করা র্যাংকিংয়ে দেখা গেছে, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে বাংলাদেশের নিচে আছে কেবল ওয়েস্ট ইন্ডিজ।

সিরিজ শুরুর আগে বাংলাদেশ ছিল আট নম্বর র্যাংকিংয়ে। অন্যদিকে আফগানিস্তান ছিল নয় নম্বরে। এক সিরিজেই অবস্থান পুরোপুরি ঘুরিয়ে দিলো আফগানরা।

শারজায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নামার আগে বাংলাদেশের রেটিং ছিল ৮৬। আর আফগানিস্তানের ৮৪। সিরিজ শেষে দুই দলের রেটিংয়ই ৮৫। তবে পয়েন্টের হিসেবে এগিয়ে আছে আফগানরা।

এক সময় র্যাংকিংয়ে বাংলাদেশ দখল করেছিল ছয় নম্বর স্থান। সেটা এখন শ্রীলঙ্কার দখলে।

ওয়ানডে র্যাংকিংয়ে বরাবরের মতোই শীর্ষে আছে ভারত। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আছে দ্বিতীয় স্থানে। পরবর্তী তিনটি স্থান দখলে আছে যথাক্রমে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের।

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।