মনে করেন ভন-আকরাম

‘টেস্টে এখন ভারতকে হারিয়ে দিতে পারে পাকিস্তানও’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫২ এএম, ০৫ নভেম্বর ২০২৪

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর অবস্থান এখন দুই মেরুতে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছে ভারত, অন্যদিকে নিজেদের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান।

দুই সিরিজেই দাপট দেখিয়েছেন স্পিনাররা। নিউজিল্যান্ড ভারতকে নাকাল করেছে মিচেল স্যান্টনার, অ্যাজাজ প্যাটেলদের দিয়ে। পাকিস্তান ইংল্যান্ডকে হারিয়েছে দুই স্পিনার সাজিদ খান আর নোমান আলির নৈপুণ্যে।

এই অবস্থায় ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ হলে কী হবে? যদিও রাজনৈতিক বৈরিতায় দুই দল দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। তারপরও ভারত-পাকিস্তান লড়াইয়ের উত্তাপ মনে মনে নিতেও শিহরণ অনুভব করেন ক্রিকেটপ্রেমীরা।

যেমনটা আলোচনায় উঠে এলো অস্ট্রেলিয়া ও পাকিস্তানের প্রথম ওয়ানডে চলাকালীন ধারাভাষ্য বক্সে। মাইকেল ভন আর ওয়াসিম আকরাম বলছিলেন, এখন খেলা হলে স্পিনিং পিচে ভারতকে হারিয়ে দিতে পারে পাকিস্তান।

মাইকেল ভন বলেন, ‘আমি ভারত ও পাকিস্তানের মধ্যে টেস্ট সিরিজ দেখতে চাই। এখন খেলা হলে স্পিন সহায়ক উইকেটে পাকিস্তান ভারতকে হারিয়ে দিতে পারে।’

আকরাম ভনের কথায় সায় দিয়ে বলেন, ‘হ্যাঁ, স্পিন সহায়ক উইকেটে টেস্ট হলে ভারতকে হারিয়ে দেওয়ার সুযোগ আছে পাকিস্তানের। ওরা (ভারত) ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে।’

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।