আফগানিস্তান সিরিজ

একগুচ্ছ চমক রেখে দল ঘোষণা বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ০১ নভেম্বর ২০২৪

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য একগুচ্ছ চমক রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৫ সদস্যের দল থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। নাজমুল হোসেন শান্তই থাকছেন অধিনায়ক। তার সহকারী হিসেবে থাকবেন মেহেদী হাসান মিরাজ।

২০২৩ বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়া বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ দলে ফিরেছেন। তার সঙ্গে স্পিন আক্রমণে থাকবেন মিরাজ ও লেগস্পিনার রিশাদ হোসেন।

ওপেনিংয়ে যুক্ত হয়েছেন সৌম্য সরকার। নিয়মিত মুখ হিসেবে আফগানদের বিপক্ষে খেলবেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও তাওহিদ হৃদয়। নেওয়া হয়েছে তানজিদ হাসান তামিম, জাকির হাসান ও জাকের আলী অনিককেও।

প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার নাহিদ রানা। দলে আছেন পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

সংযুক্ত আরব আমিরাতকে হোমভেন্যু বানিয়ে এই সিরিজ আয়োজন করবে আফগানিস্তান। ৬ নভেম্বর হবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ৯ ও ১১ নভেম্বর সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।