যুব মহিলা দলের কোচ হিসেবে আজ কাজ শুরু করছেন সারোয়ার ইমরান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:১৫ এএম, ০১ নভেম্বর ২০২৪
সারোয়ার ইমরান/ ফাইল ছবি

বাংলাদেশের ক্রিকেটে স্থানীয় কোচ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এরই প্রথম পদক্ষেপ হিসেবে আজ ১ নভেম্বর থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে অভিষেক টেস্টে টিম বাংলাদেশের প্রশিক্ষকের দায়িত্ব পালন করা সারোয়ার ইমরানের।

এখন থেকে তিনি বাংলাদেশ জাতীয় যুব মহিলা (অনূর্ধ্ব-১৯) দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। আজ শুক্রবার (১ নভেম্বর) সকালে আনুষ্ঠানিক কাজ শুরু করতে যাচ্ছেন সারোয়ার ইমরান।

গতকাল (বৃহস্পতিবার) গভীর রাতে যোগাযোগ করা হলে জাগো নিউজকে তিনি বিষয়টি নিশ্চিত করেন। সারোয়ার ইমরান বলেন, ‘হ্যাঁ আমি বাংলাদেশের জাতীয় যুব মহিলা দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পেয়েছি। বিসিবি আমাকে দায়িত্ব দিয়েছে। শুক্রবার থেকে কাজ শুরু করতে যাচ্ছি। বিকেএসপিতেই আমার কাজ শুরু হবে।’

সারোয়ার ইমরান ২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট ছাড়াও ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব পালন করেন। এছাড়া আরও বেশ কয়েকবার টিম বাংলাদেশকে কোচিং করান। এবার যুব নারী ক্রিকেটারদের দায়িত্ব পেলেন এ অভিজ্ঞ, বর্ষীয়ান কোচ।

এআরবি/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।