চট্টগ্রাম গিয়ে শান্তর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন ফারুক

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:১৬ পিএম, ৩০ অক্টোবর ২০২৪

পবিত্র ওমরা পালন করে সবেমাত্র দেশে ফিরেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আজ বুধবার রাত ৮টার ফ্লাইটে চট্টগ্রাম যাওয়ার কথা বিসিবিপ্রধানের।

গণমাধ্যমের সঙ্গে আগেই আলাপ সেরে ফেলেছেন ফারুক আহমেদ। তখনই বলেছেন, ‘আমার ফ্লাইট ধরতে হবে। তাই বোর্ড মিটিং শেষে কথা বলতে পারবো না।’

যে কথা সেই কাজ। বুধবার সন্ধ্যায় বিসিবি পরিচালনা পর্ষদের সভা শেষে সোজা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চলে গেলেন বিসিবিপ্রধান ফারুক আহমেদ।

বোর্ড সভার আগে সাকিব আল হাসান ও তামিম ইকবাল ইস্যুতেও কথা বলেন ফারুক। পাশাপাশি জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইস্যুটাও সাংবাদিকদের সাথে আলাপচারিতায় উঠে এসেছে।

বিসিবি সভাপতির কথায় পরিষ্কার, তিনি শান্তর ওপর চটেছেন। রাগ প্রকাশ না করলেও ফারুক আহমেদের কথায় খানিক চাপা ক্ষোভ ফুটে উঠেছে।

ফারুক আহমেদ বলেন, ‘শান্ত যদি অধিনায়কত্ব আর না করতে চায়, তাহলে সেটা সঠিক ও যথাযথ ফোরামে বলবে। হয় বিসিবি সভাপতির কাছে, না হয় জাতীয় দল পরিচালনা ও পরিচর্যার দায়িত্বে থাকা ক্রিকেট অপারেশন্সের কাছে।’

বিসিবি সভাপতি জানান, তিনি এখনো পুরোপুরি নিশ্চিত নন যে, শান্ত গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন কি না? এসব নিয়ে তিনি চট্টগ্রামে টেস্ট দেখতে গিয়ে শান্তর সঙ্গে কথা বলবেন। হয়তো আজ রাতের ভোজের পরই শান্তর সঙ্গে বোর্ডপ্রধানের সাক্ষাৎ ও আলাপ হবে।

শান্ত যদি গণমাধ্যমে কথা বলেও থাকেন, তাতে মোটেও খুশি নন ফারুক। তিনি মনে করেন, উপযুক্ত স্থানেই এসব নিয়ে কথা বলা উচিত।

বিসিবিপ্রধান বলেন, ‘ক্রিকেটারদের এসব ব্যাপারে সচেতন হওয়া দরকার। তারা যে কোনো কিছুই অনুভব করুক, যে জায়গায় বলা উচিত সেখানে সেটা বলতে পারেন। যেমন ক্রিকেট অপারেশন্স, সিইও এরপর চেয়ারম্যান আছেন। সে জায়গাগুলোতে ওই ক্রিকেটার তার মনের কথাটা বলতে পারেন।’

‘যদি কোনো ক্রিকেটার মনে করেন যে, সে দায়িত্ব চালিয়ে নিতে পারছে না। সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো শান্তর যে ব্যাপারটা সেটা আমিও শুনেছি। কিন্তু এর পেছনে কোনো কারণ আছে কি না, কেন করতে চাচ্ছে কি না, এগুলো খুঁজে বের করাটা খুব জরুরি’-যোগ করেন ফারুক আহমেদ।

বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমি তো পত্রিকা পড়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। এই মুহূর্তে ওর (শান্ত) সঙ্গে সেভাবে কোনো কথা হয়নি। আমি ওগুলো নিয়ে শান্তর সঙ্গে কথা বলবো। আজ আমি চট্টগ্রামে যাব। কাল পরশুর মধ্যে কোচ ও অধিনায়কের সঙ্গে বসে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতে পারবো।’

‘কেউ কোনো দায়িত্ব পালন করতে না চাইলে সে বলল পারবো না, আমরা বললাম ওকে ধন্যবাদ। এটা সমাধান নয়। আমাদের পেছনের কারণ জানতে হবে’- যোগ করেন বিসিবি সভাপতি।

এআরবি/এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।