বাংলাদেশকে গুঁড়িয়ে র‍্যাংকিংয়ের শীর্ষে রাবাদা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:১১ পিএম, ৩০ অক্টোবর ২০২৪

বাংলাদেশকে গুঁড়িয়ে আইসিসির টেস্ট বোলিং র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন কাগিসো রাবাদা। ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহকে সরিয়ে এই স্থান দখল করেছেন দক্ষিণ আফ্রিকার পেসার।

আজ বুধবার আইসিসির হালনাগাদ করা র‍্যাংকিংয়ে দেখা গেছে, তিন ধাপ উন্নতি হয়েছে রাবাদার। তৃতীয় স্থান থেকে শীর্ষে উঠেছেন ডানহাতি প্রোটিয়া পেসার।

মিরপুর টেস্টে বাংলাদেশকে একাই ধসিয়ে দিয়েছেন রাবাদা। প্রথম ইনিংসে ৩ উইকেট শিকার করে বলের হিসেবে বিশ্বের দ্রুততম বোলার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। পরের ইনিংসে ৬ উইকেট নেন রাবাদা।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে রাবাদার মোট ৯ উইকেটের সুবাদে ১০ বছর পর এশিয়ার মাটিতে জয় পায় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশকে ৭ উইকেটে হারায় প্রোটিয়ারা।

মঙ্গলবার শুরু হওয়া চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে এরই মধ্যে দুটি উইকেট শিকার করেছেন রাবাদা।

টেস্ট বোলিং র‍্যাংকিংয়ে একধাপ উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ান পেসার জস হ্যাজলউডের। বর্তমানে দ্বিতীয় স্থানে আছেন তিনি। আর তিনে আছেন বুমরাহ।

এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।