ব্যঙ্গাত্মক প্রশ্ন করে পিসিবির শাস্তির মুখে রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৬ এএম, ২৭ অক্টোবর ২০২৪

শান মাসুদ অধিনায়ক হওয়ার পর টানা ৬টি টেস্ট হেরেছিল পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। অবশেষে বহুল আকাঙ্ক্ষিত জয়ের দেখা পেল পাকিস্তান। শুধু জয় নয়, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে এখন উৎসবের আমেজ পাকিস্তানের ক্রিকেটে।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্টে হেরেছিল পাকিস্তান। এরপর শেষ দুই ম্যাচে টানা জিতেছে তারা। ২০২১ সালের পর এই প্রথম ঘরের মাঠে সিরিজ জিতলো পাকিস্তান।

ঐতিহাসিক সিরিজ জয়ের পরও মাসুদকে হতাশাজনক অতীত মনে করালেন রমিজ রাজা। ম্যাচ শেষে স্পোর্টস সেন্ট্রালে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তান অধিনায়ককে ব্যাঙ্গাত্মক প্রশ্ন করেন এই ধারাভাষ্যকার।

রমিজ রাজা শান মাসুদকে প্রশ্ন করে বলেন, ‘টানা ৬ ম্যাচে হার, এমন অর্জন কীভাবে করলে?’

উত্তরে মাসুদ বলেন, ‘রমিজ ভাই, আসলে এটাকে বাজে একটা রাতের মতো মনে হয়েছে। আপনি একের পর এক যখন ম্যাচ হারবেন, এটা কষ্টদায়ক। আমাদের এই জয়টি দরকার ছিল। জাতির এই জয় দরকার ছিল। পাকিস্তান জিতেছে, এতে আমরা খুশি।’

রমিজ রাজার এই প্রশ্ন ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উল্টো পাল্টা প্রশ্ন করার অভিযোগে রমিজ রাজাকে শাস্তিও দিতে পারে পিসিবি। আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজে ধারাভাষ্যকার প্যানেল থেকে তাকে সরিয়ে দেওয়া হতে পারে।

রমিজের এমন প্রশ্নের সমালোচনা করেছেন পাকিস্তান পেসার মোহাম্মদ আমিরও। তিনি বলেন, ‘যখন কৃতিত্ব দেওয়া প্রয়োজন, তখন কৃতিত্ব দিন। শানের জন্য খুব খারাপ লেগেছে। এত বছর ধরে ধারাভাষ্য দিচ্ছেন, এরপরও জয়ী অধিনায়ককে কী প্রশ্ন করতে হয়, এর কোনো ধারণাই নেই।’

এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।