প্রথমবার ভারতের মাটিতে সিরিজ জয় নিউজিল্যান্ডের
নিউজিল্যান্ডের জয়টা ছিল সময়ের ব্যাপার মাত্র। দেখার ছিল, ভারতীয় দল কতদূর যেতে পারে এবং পরাজয়ের ব্যবধান কত কমিয়ে আনতে পারে। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ভারতের সামনে ৩৫৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিলো কিউইরা।
এই লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসে মিচেল সান্তনারের বিধ্বংসী বোলিংয়ের মুখোমুখি হয় রোহিত শর্মার দল। ফলে ৬০.২ ওভারে ২৪৫ রানেই থেমে যায় ভারতীয়দের ইনিংস।
১১৩ রানের বিশাল জয়ে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করে নিয়েছে নিউজিল্যান্ড। ইতিহাসে এই প্রথম ভারতের মাটিতে সিরিজ জয়ের স্বাদ পেলো কিউইরা। প্রথম টেস্ট তারা জিতেছিলো ৮ উইকেটের ব্যবধানে।
সে সঙ্গে এক যুগ পর ঘরের মাঠে কোনো টেস্ট সিরিজ পরাজিত হলো ভারতীয়রা। শুধু তাই নয়, ১৯৮৩ সালের পর এই প্রথম এক বছরে ঘরের মাঠে তিন টেস্ট ম্যাচ হারলো ভারত।
মিচেল সান্তনার কখনো এক ইনিংসে ৩ উইকেট এবং দুই ইনিংস মিলে ৬ উইকেটের বেশি পাননি, সেখানে তিনি এই টেস্টে ১৫৭ রান দিয়ে একাই নিলেন ১৩ উইকেট।
প্রথম ইনিংসে ৭ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৬ উইকেট। প্রথম ইনিংসে তো একই স্পেলে টানা ১৯.৩ ওভার বল করেছেন তিনি। ৫৩ রান দিয়ে নিয়েছেন ৭৮ উইকেট। দ্বিতীয় ইনিংসে করেছেন ২৯ ওভার বল।
নিয়মিত অধিনায়ক (টিম সাউদি) নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন, দলের সেরা ব্যাটার কেন উইলিয়ামসন নেই। তবুও ভারতের বিপক্ষে দাপট দেখিয়ে জয় পেলো নিউজিল্যান্ড।
মূলত নিউজিল্যান্ডকে ফাঁদে ফেলার জন্য পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে স্পিন ফাঁদ তৈরি করেছিলো ভারত। কিন্তু সেই ফাঁদে যে নিজেদেরকেই পড়তে হবে, তা হয়তো ঘূর্ণাক্ষরেও টের পায়নি রোহিত শর্মা অ্যান্ড কোং।
জয়ের জন্য ৩৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর একাই লড়লেন তরুণ ওপেনার জসস্বি জয়সওয়াল। ৬৫ বল খেলে ৭৭ রান করেন তিনি। সান্তনারের বলে ড্যারিল মিচেলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। রবিন্দ্র জাদেজা শেষ দিকে নেমে করেছিলেন ৪২ রান। এছাড়া শুভমান গিল ২৩, ওয়াশিংটন সুন্দর ২১, রবিচন্দ্রন অশ্বিন করেন ১৮ রান।
মিচেল সান্তনার ছাড়াও অ্যাজাজ প্যাটেল নেন ২ উইকেট এবং ১ উইকেট নেন গ্লেন ফিলিপস। ব্যাট হাতে ৩৩ রান এবং বল হাতে ১৩ উইকেট নিয়ে চোখ বন্ধ করে ম্যাচ সেরা হলেন মিচেল সান্তনার।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ড করেছিলো ২৫৯ রান। ওয়াশিংটন সুন্দর একাই তাণ্ডব চালান। নেন ৭ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে মিচেল সান্তনারের তোপে খেই হারায় ভারতও। মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে যায় রোহিত শর্মারা। সান্তনার নেন ৭ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৫৫ রান করে নিউজিল্যান্ড। টম ল্যাথাম করেন ৮৬ রান। এবার ওয়াশিংটন সুন্দর নেন ৪ উইকেট এবং জাদেজা নেন ৩ উইকেট। জবাবে ২৪৫ রানে অলআউট হয়ে যায় ভারত। সান্তনার নেন ৬ উইকেট।
আইএইচএস/