ফের সাজিদ-নোমানের ঘূর্ণি, ২৬৭ রানে অলআউট ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ২৪ অক্টোবর ২০২৪

আগের টেস্টে সাজিদ খান আর নোমান আলির কাছেই নাকাল হয়েছিল ইংল্যান্ড। রাওয়ালপিন্ডিতে তৃতীয় ও শেষ টেস্টেও পাকিস্তানি এই দুই স্পিনার দাপট দেখাচ্ছেন। তাদের ঘূর্ণির সামনে ২৬৭ রানেই গুটিয়ে গেছে ইংল্যান্ডের প্রথম ইনিংস।

১২৮ রান সাজিদ খান একাই নিয়েছেন ৬ উইকেট। ৮৮ রানের বিনিময়ে নোমান আলির শিকার ৩টি।

ইংল্যান্ডের একটা সময় বেশ খারাপ অবস্থা ছিল। ১১৮ রানে তারা হারিয়েছিল ৬ উইকেট। সপ্তম উইকেটে লোয়ার অর্ডারের গুস এটকিনসনকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন উইকেটরক্ষক ব্যাটার জেমি স্মিথ। জুটিতে ১০৭ রান যোগ করেন তারা।

এটকিনসন ৩৯ করে আউট হলে ভাঙে এই জুটি। জেমি স্মিথ সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। ১১৯ বলে ৫ চার আর ৬ ছক্কায় ৮৯ রান করা স্মিথকে শেষ পর্যন্ত আউট করেন লেগস্পিনার জাহিদ মাহমুদ।

জবাব দিতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেটে ৪৩ রান তুলেছে পাকিস্তান। ১৪ করে আউট হয়েছেন আবদুল্লাহ শফিক।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।