সপ্তম উইকেটে দক্ষিণ আফ্রিকার শতরানের জুটিতে চাপে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:১১ এএম, ২২ অক্টোবর ২০২৪

১০৮ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর মিরপুরের স্পিন ট্রাকে প্রতিরোধ গড়ে তুললেন কাইল ভেরেইনে ও উইয়ান মুলদার। সপ্তম উইকেটে ১০০+ রানের অবিচ্ছিন্ন জুটি করলেন তারা। তাইজুল ইসলাম ও নাইম হাসানের ঘূর্ণিতে কোনো কাজ হলো না। ভেরেইনে ও মুলদারের দুর্দান্ত জুটিতে বড় লিডের পথেই হাঁটছে দক্ষিণ আফ্রিকা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬০ ওভারের খেলা শেষে ৬ উইকেটে ২১০ রান। ভেরেইনে ৫৮ আর মুলদার খেলছেন ৪৭ রান নিয়ে। দক্ষিণ আফ্রিকার লিড এখন ১০৮ রানের।

আজ মঙ্গলবার ৬ উইকেটে ১৪০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। এসময় তাদের লিড ছিল ৩৪ রানের।

এর আগে গতকাল সোমবার প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪০ রান নিয়ে দিনের খেলা শেষ করে দক্ষিণ আফ্রিকা।

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।