মিকি আর্থারকে কোচ ঘোষণা করে চমক দেখালো রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ১৯ অক্টোবর ২০২৪

পাকিস্তানের হেড কোচ ছিলেন দীর্ঘদিন। নিজের দেশ দক্ষিণ আফ্রিকাসহ অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার মতো দলের দায়িত্বও পালন করেছেন। হাইপ্রোফাইল কোচ হিসেবে বেশ নামডাক রয়েছে মিকি আর্থারের। সেই আর্থারকে হেড কোচ ঘোষণা করে চমক দেখালো রংপুর রাইডার্স।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে শুক্রবার এই খবর জানিয়েছে রংপুর। তারা লিখেছে, ‘রংপুর রাইডার্সে স্বাগতম প্রধান কোচ মিকি আর্থার! এমন বিশ্বমানের কোচের হাত ধরে নতুন ইতিহাস গড়তে প্রস্তুত রংপুর রাইডার্স।’

রংপুর বরাবরই তারকাসমৃদ্ধ দল গড়ে। এবারের আসরে তাদের দলে আছে অ্যালেক্স হেলস, ইফতেখার আহমেদ, খুশদিল শাহর মতো ক্রিকেটার। এছাড়া গত আসরে দলটির অধিনায়কত্ব করা নুরুল হাসান সোহানও থাকছেন। আছেন শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, নাহিদ রানারা।

আগামী ২৭ ডিসেম্বর পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।