রাচিনের লড়াকু সেঞ্চুরিতে ভারতের আশাভঙ্গ, বিশাল লিড কিউইদের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৪২ পিএম, ১৮ অক্টোবর ২০২৪

ভারত প্রথম ইনিংসে ৪৬ রানের লজ্জায় ডুবেছে। তবে বেঙ্গালুরু টেস্টের ভাগ্য গড়ে দিতে পারে রাচিন রাবিন্দ্রর লড়াকু এক সেঞ্চুরিই। দলকে বড় লিড এনে দিতে অসাধারণ এক ইনিংস খেললেন ২৪ বছরের ব্যাটার।

অষ্টম উইকেটে বোলার টিম সাউদিকে নিয়ে রাচিন গড়েছেন অপ্রত্যাশিত এক জুটি। যে জুটিতে ভর করে নিউজিল্যান্ড শেষ পর্যন্ত প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৪০২ রানে। তাদের লিড ৩৫৬ রানের।

৩ উইকেটে ১৮০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা নিউজিল্যান্ড ২৩৩ রানে হারিয়ে বসেছিল ৭ উইকেট। সেখান থেকে রাচিন সঙ্গী বানান বোলার টিম সাউদিকে। অষ্টম উইকেটে ১৩২ বলে ১৩৮ রানের ঝোড়ো জুটি গড়েন তারা।

সাউদি ৬৫ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন। এক প্রান্ত ধরে লড়ে যাওয়া রাচিন আউট হয়েছেন শেষ ব্যাটার হিসেবে। ১৫৭ বলে ১৩ চার আর ৪ ছক্কায় সাজানো ছিল তার ১৩৪ রানের ইনিংসটি। টেস্টে রাচিনের এটি দ্বিতীয় সেঞ্চুরি।

ভারতের দুই স্পিনার কুলদ্বীপ যাদব আর রবীন্দ্র জাদেজা নিয়েছেন তিনটি করে উইকেট।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।