সাকিবকে বাদ না দিলে ‘মিরপুর ব্লকেড’
আগে যত ইতিবাচক খবরই শোনা যাক না কেন, এ মুহূর্তে শেরে বাংলা উত্তপ্ত। সাকিব-বিরোধী স্লোগানে দুপুর গড়াতেই হোম অব ক্রিকেট উত্তাল। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টা পর্যন্ত শেরে বাংলা স্টেডিয়ামের প্রধান গেটের বাইরে সড়ক ও তার আশপাশ সাকিব-বিরোধী ছাত্র জনতার মুহূর্মুহূ স্লোগানে মুখরিত।
সাকিবকে স্বৈরাচার শেখ হাসিনার দোসর, জুয়ারি আখ্যা দেওয়া ছাত্র জনতা বেশ কিছু ফেস্টুন ও দেয়াল লিখন, ব্যানার নিয়ে শেরে বাংলার বাইরে অন্তত আড়াই ঘণ্টা অবস্থান করেছেন।
সাকিব-বিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতার ৫ সদস্যের দল দুপুর পৌনে ৩টার দিকে বিসিবিতে গিয়ে বোর্ড সভাপতির বরাবর এক স্মারকলিপিও প্রদান করেন। তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন আইসিসির সভায় যোগ দিতে এখন দুবাইয়ে।
বিসিবিতে স্মারকলিপি দিতে যাওয়া ৫ জনের অন্যতম আল মাসনুন উপস্থিত সাংবাদিকদের জানান, বিসিবির শীর্ষ কোনো কর্তা না থাকায় তারা বিসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর হাসিবের হাতে স্মারকলিপি জমা দিয়েছেন।
সাকিবকে স্বৈরাচার হাসিনা সরকারের দোসর অভিহিত করে আল মাসনুন বলেন, ‘সাকিবকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দল থেকে বাদ দিতে হবে। বাদ না দিলে আমরা 'মিরপুর ব্লকেড' কর্মসূচি দেব।’
মিরপুর ছাত্র জনতার পক্ষে বিসিবি সভাপতির কাছে দেওয়া স্মারকলিপিতে রীতিমত হুঁশিয়ারি দেয়া হয়। স্মারকলিপিতে সাকিবকে ভোট চোর, শেখ হাসিনার দালাল বলে অভিহিত করে বলা হয়।
পাশাপাশি দুর্নীতিবাজ, শেয়ারবাজার কেলেঙ্কারির অপরাধী, জুয়ার দালাল বলেও অভিহিত করা হয়। সেই সাকিবের গায়ে বাংলাদেশের জার্সি তুলে দেওয়ার জন্য বিসিবি সভাপতি ফারুক আহমেদকেও নিন্দা জানিয়েছেন আন্দোলনকারীরা।
স্মারকলিপিতে ফারুক আহমেদকে বলা হয়েছে, ‘নতুন বাংলাদেশে আপনি কোনোভাবে এটা পারেন না। আপনি পারেন না আমাদের এই মিরপুরে শহীদ হওয়া ভাইদের লাশের ওপর সাকিবকে ব্যাট-বল চালাতে দিতে। অন্যথায় আপনি নিজেই আরেকজন পাপন (সাবেক বিসিবি সভাপতি) হয়ে উঠবেন।’
‘আমরা আপনাকে হুঁশিয়ারি দিচ্ছি এই বলে যে, আপনি যেন অতি দ্রুত এই ফ্যাসিবাদের দালাল সাকিব আল হাসানকে বাংলাদেশ জাতীয় দল থেকে বাদ দেন এবং সাকিবের অপকর্মের ব্যবস্থা নিতে আপনার জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা আমরা প্রত্যাশা করি। আমাদের চাওয়া, আপনিও যেন আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের অংশ হয়ে ওঠেন।’
‘যদি আপনি তা না করেন, সেক্ষেত্রে আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে আরও কঠোর করে তুলবো। খেলার দিন মিরপুর এলাকায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। এর ফলে যদি কোনো অরাজকতা সৃষ্টি হয়, বাংলাদেশের মাটিতে অন্য দেশগুলো খেলতে না আসে কিংবা বাংলাদেশ ক্রিকেট আইসিসির পক্ষ থেকে নিষেধাজ্ঞাসহ অন্য যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়; সেক্ষেত্রে তার সকল দায়ভার বিসিবি প্রধান হিসেবে আপনাকে নিতে হবে।’
‘আমরা চাই এ সমস্যার শান্তিপূর্ণ সমাধান হোক। কিন্তু আমাদের ভাইয়ের রক্তের ওপর দিয়ে এই মশকরা করা চলবে না। আমরা আপনাকে আহ্বান জানাচ্ছি, আপনি এ ভুল সিদ্ধান্ত বাতিল করুন এবং নতুন বাংলাদেশের ক্রিকেট প্রধানের মতো সিদ্ধান্ত গ্রহণ করুন।’
এআরবি/এমএমআর/এএসএম