৪৬ অলআউট, টেস্ট ইতিহাসে বেশ কয়েকটি লজ্জার রেকর্ডে ভারত
কদিন আগেই ঘরের মাঠে বাংলাদেশকে নিয়ে রীতিমত ছেলেখেলা করেছে ভারত। সেই দলটিই নিউজিল্যান্ডকে ডেকে এনে পড়লো মহাবিপদে। বেঙ্গালুরুতে সিরিজের প্রথম টেস্টে কিউই বোলারদের তোপে মাত্র ৪৬ রানে গুটিয়ে গেছে ভারতের প্রথম ইনিংস। তাতে করে বেশ কয়েকটি লজ্জার রেকর্ড গড়েছে রোহিত শর্মার দল।
৪৬- টেস্টে ঘরের মাঠে এটিই ভারতের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার নজির। এর আগে দিল্লিতে ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৫ রানে অলআউট হয়েছিল ভারত।
সবমিলিয়ে এটি ভারতের টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড ওভালে ৩৬ রানে এবং ১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ৪২ রানে অলআউট হয়েছিল দলটি।
১-ভারতের ৪৬ রানে অলআউট হওয়ার ঘটনা এশিয়ার মাঠে টেস্টে কোনো দলের সর্বনিম্ন। এর আগে এই লজ্জার রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের। ১৯৮৬ সালে পাকিস্তানের বিপক্ষে ক্যারিবীয়রা অলআউট হয়েছিল ৫৩ রানে, ২০০২ সালে শারজায় অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ৫৩ রানেই অলআউট হয় পাকিস্তান।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে কোনো দলের সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ডও গড়েছে ভারত। এর আগে ২০১২ সালে নেপিয়ারে নিউজিল্যান্ড ৫১ রানে অলআউট করেছিল জিম্বাবুয়েকে।
৩-ছেলেদের টেস্টে টস জিতে ব্যাটিং নিয়ে ভারতের চেয়ে কম করে প্রথম ইনিংসে অলআউট হয়েছে মাত্র তিনটি দল।
৫-ভারতের পাঁচজন ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। সেরা আট ব্যাটারের মধ্যে পাঁচজনেরই শূন্য রানে আউট হওয়ার নজির টেস্ট ক্রিকেটে মাত্র দ্বিতীয়বার। এর আগে ১৮৮৮ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে এমন লজ্জায় পড়েছিল অস্ট্রেলিয়া।
সূত্র: ক্রিকইনফো
এমএমআর/এএসএম