‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ে বিসিসিআইয়ের নতুন সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২৭ পিএম, ১৫ অক্টোবর ২০২৪

আইপিএলের সর্বশেষ মৌসুমে বড় বিতর্কের বিষয় ছিল ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ রীতি। রোহিত শর্মাসহ ৭ জন হাই-প্রোফাইল ক্রিকেটার এই নিয়মের সমালোচনা করেছিলেন। কোথা থেকে এলো এই নিয়ম? অনেকে জানেন, তবুও বলে নেওয়া ভালো।

দুই বছর আগে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি আসর ‘সৈয়দ মুশতাক আলি টি২০ ট্রফি’তে অন্তর্ভূক্ত করা হয়েছিল ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ বিধি। এরপর সেই নিয়ম নিয়ে আসা হয় আইপিএলে। পরীক্ষামূলকভাবেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে এই নিয়মের প্রয়োগ করা হয়। তবে ২০২৩ সালের মৌসুম চলাকালীনই শুরু হয় এই বিধির সমালোচনা।

বিভিন্ন মহলের সমালোচনার পরও আইপিএল থেকে তাৎক্ষণিকভাবে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ রীতি সরায়নি ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। সংস্থাটি জানিয়েছে, ২০২৭ সাল পর্যন্ত এ নিয়ম বহাল থাকবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে।

এদিকে উৎপত্তিস্থল সৈয়দ মুশতাক আলি ট্রফি থেকে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ রীতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। গতকাল সোমবার বিসিসিআই প্রাদেশিক ক্রিকেট অ্যাসোসিয়েশনকে বলেছে, ‘বিসিসিআই চলতি মৌসুমের জন্য ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।’

বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সৌরাস্ট্রর প্রধান কোচ নিরাজ ওডেডরা। তিনি বলেন, ‘এটা দারুণ এক পরিবর্তন। এই নিয়মটি তো আইসিসির প্রধান কোনো টুর্নামেন্টে নেই। যারা ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে ভারতের জন্য খেলতে চায়, তাদের জন্য ভালো হবে।’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ রীতি ভারতীয় ক্রিকেটের জন্য কতটা উপকারী, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। সমালোচকরা মনে করছেন, এই নিয়ম দক্ষ অলরাউন্ডার তৈরির পথে বড় বাধা সৃষ্টি করে। একই কথা বলে উদ্বেগ প্রকাশ করেছিলেন রোহিতও।

‘ক্লাব প্রেইরি ফায়ার’ পডকাস্টে রোহিত বলেছিলেন, ‘আমি ইমপ্যাক্ট সাব নিয়মের ভক্ত নই। এটা অলরাউন্ডারদের পেছনে টেনে ধরবে। দিন শেষে ক্রিকেট ১১ জনের খেলা, ১২ জনের নয়। আশপাশের মানুষের জন্য বিনোদনমূলক করতে আপনি খেলা থেকে অনেক কিছু নিয়ে নিচ্ছেন। শিবম দুবে, ওয়াশিংটন সুন্দররা বল করছে না, যেটা আমাদের জন্য ভালো নয়। সত্যি বলতে আমি এর ভক্ত নই। তবে এটা বিনোদনদায়ী।’

চলতি বছরের মে মাসে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ রীতিকে পরীক্ষামূলক বলে উল্লেখ করেছিলেন। তিনি বলেন, ‘এটি স্থায়ী নয়। (কিন্তু) আমি বলছি না যে এটি (সরে) যাবে।’

এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।