বিপিএল

প্লেয়ার্স ড্রাফটে কোন ক্রিকেটার কোন ক্যাটাগরিতে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ১৩ অক্টোবর ২০২৪

বিপিএলের এগারোতম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার (১৪ অক্টোবর)। সকালে হোটেল সোনারগাঁও প্যান প্যাসিফিকে হবে ড্রাফট অনুষ্ঠান।

বিপিএলের আগামী আসরের ড্রাফটে নাম রয়েছে ১৮৮ জন দেশি ক্রিকেটারের। তাদেরকে ৬ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। দেখা নেওয়া যাক, কোন ক্রিকেটার কোন ক্যাটাগরিতে আছেন।

দেশি ক্রিকেটারদের ড্রাফটে ‘এ’ ক্যাটাগরিতে আছেন ১২ ক্রিকেটার। তারা হলেন- লিটন দাস, মাহমুদউল্লাহ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও তাওহিদ হৃদয়।

‘বি’ ক্যাটাগরিতেও আছেন ১২ ক্রিকেটার। তারা হলেন- মাশরাফি বিন মর্তুজা, আফিফ হোসেন, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান, তানভীর ইসলাম, তানজিদ হাসান ও তানজিম হাসান।

‘সি’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন ২২ ক্রিকেটার।

তারা হলেন- আবু হায়দার রনি, এবাদত হোসেন, ইমরুল কায়েস, মাহমুদুল হাসান জয়, আল আমিন সিনিয়র, মুকিদুল আলম মুগ্ধ, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ হাসান, সাইফউদ্দীন, মুমিনুল হক, নাহিদ রানা, মোসাদ্দেক হোসেন সৈকত, নাহিদুল ইসলাম, নাইম শেখ, নাসুম আহমেদ, রাকিবুল হাসান জুনিয়র, সৌম্য সরকার, রনি তালুকদার, সৈয়দ খালেদ আহমেদ, তাইজুল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী।

‘ডি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে ২৮ জন ক্রিকেটারকে। এ তালিকায় থাকা ক্রিকেটাররা হলেন- আবু জাইদ রাহি, আকবর আলী, আলিস আল ইসলাম, আরাফাত সানি, আরিফুল হক, ফজলে রাব্বি, হাবিবুর রহমান সোহান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম রাব্বি, মাহিদুল ইসলাম অংকন, জিসান আলী, মৃত্যুঞ্জয় চৌধুরী, সৈকত আলী, নাইম হাসান, নাজমুল অপু, নিহাদউজ্জামান, রেজাউর রহমান রাজা, রিপন মণ্ডল, রবিউল হক, রুবেল হোসেন, সাদমান ইসলাম, শফিকুল ইসলাম, সোহাগ গাজী, শহিদুল ইসলাম, শুভগত হোম, সুমন খান, সাঞ্জামুল ইসলাম ও জিয়াউর রহমান।

‘ই’ ক্যাটাগরিতে আছেন ৫১ জন। তারা হলেন- আব্দুল হালিম, আব্দুল্লাহ আল মামুন, আলাউদ্দীন বাবু, আমিনুল ইসলাম বিপ্লব, অমিত মজুমদার, অমিত হাসান, এনামুল হক জুনিয়র, আনিসুল ইসলাম ইমন, আসাদুজ্জামান পায়েল, ফরহাদ হোসেন, ইমরানউজ্জামান, জাওয়াদ রোয়েন, কাজী অনিক, মফিজুল ইসলাম রবিন, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান লিমন, মার্শাল আইয়ুব, মারুফ মৃধা, আসিফ হাসান মিতুল, হাসান মুরাদ, রোহানাতদৌল্লাহ বর্ষণ, সাব্বির হোসেন শিকদার, আব্দুল মজিদ, আল আমিন জুনিয়র, আশিকুজ্জামান, মোহাম্মদ ইলিয়াস, শফিউল ইসলাম, তানবীর হায়দার, মেহেদি হাসান রানা, মেহেদি মারুফ, মিজানুর রহমান, মহিউদ্দীন তারেক, মুকতার আলী, মুনিম শাহরিয়ার, মুশফিক হাসান, নাবিল সামাদ, নাইম ইসলাম, নুর হোসেন সাদ্দাম, পিনাক ঘোষ, প্রিতম কুমার, রাহাতুল ফেরদৌস জাভেদ , রুয়েল মিয়া, সাব্বির রহমান, সাজ্জাদুল হক রিপন, সালাউদ্দীন শাকিল, সালমান হোসেন ও সাব্বির হোসেন, সাহাদাত হোসেন দিপু, শামসুর রহমান, তাইবুর রহমান পারভেজ।

এছাড়া ‘এফ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন ৭৩ তরুণ ও নবীন ক্রিকেটার।

এআরবি/এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।