ওয়েস্ট ইন্ডিজকে ১০৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ১০ অক্টোবর ২০২৪

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে প্রত্যাশিত পুঁজি পায়নি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৩ রান তুলতে পেরেছে বাংলাদেশের মেয়েরা। এতে নির্ধারিত ২০ ওভারে ১০৪ রানের লক্ষ্য পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১২ বলে ৯ রান করে সাজঘরে ফেরত যান সাথী রানী। কারিশরা রামহারাকের বলে উইকেটরক্ষক শেমাইন ক্যাম্পবেলের হাতে স্টাম্পড হন বাংলাদেশ ওপেনার।

আরেক ওপেনার দিলারা আক্তার ভালো করছিলেন। তবে বেশিক্ষণ পিচে থাকতে পারেননি। ১৮ বলে ১৯ রান করে রামহারাকের বলে বোল্ড হন তিনি।

সোবহানা মোস্তারিকে নিয়ে তৃতীয় উইকেটে ৪৩ বলে ৪০ রানের জুটি করেন নিগার সুলতানা জ্যোতি। রামহারাকের বলে ইনিংসে দ্বিতীয় স্টাম্পড হওয়ার আগে ২২ বলে ১৬ রান করেন মোস্তারি।

৫ বলের অপচয় করে মাত্র ১ রান নিয়ে আউট হন তাজ নেহার। ১৫তম ওভারে আফি ফ্লেচারের ডেলিবারিতে বিহাইন্ড দ্য উইকেটে ক্যাচ হন তিনি। পরের বলেই নতুন ব্যাটার স্বর্ণা আক্তারকে (১ বলে ০) বোল্ড করেন ফ্লেচার। ৭৫ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।

রিতু মনি করেন ১৩ বলে ১০ রান। রামহারাকের বলে চিনেলে হ্যানরি হাতে ক্যাচ হন তিনি। ৪৪ বলে ৩৯ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক জ্যোতি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন কারিশমা রামহারাক।

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।