রুটের পর ব্রুকের ডাবল সেঞ্চুরি, ভাঙলো ৪০ বছরের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:০৩ পিএম, ১০ অক্টোবর ২০২৪

মুলতান টেস্টের প্রথম ইনিংসে ৫৫৬ রানের বিশাল সংগ্রহ গড়েও স্বস্তিতে নেই পাকিস্তান। ৩ উইকেটেই ওই সংগ্রহ পার করে এখন বড় লিডের পথে ইংল্যান্ড।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত চতুর্থ দিনের প্রথম সেশনে ৩ উইকেটে ৬৫৬ রান তুলেছে ইংলিশরা। তাদের লিড এখন ১০০ রানের।

চতুর্থ উইকেটে জো রুট আর হ্যারি ব্রুক এরই মধ্যে ৪০০ রানের জুটি গড়ে ফেলেছেন। দুজনই করেছেন ডাবল সেঞ্চুরি। রুট ২৫৮ আর ব্রুক ২১৭ রানে অপরাজিত আছেন।

ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে এক ইনিংসে দুটি ডাবল সেঞ্চুরির সর্বশেষ ঘটনা ৪০ বছর আগের। ১৯৮৫ সালে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে জোড়া ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন গ্রায়েম ফয়লার এবং মাইক গেটিং। রুট-ব্রুক সেই রেকর্ড ভাঙলেন।

রুটের টেস্ট ক্যারিয়ারে এটি ষষ্ঠ ডাবল সেঞ্চুরি। ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে তার চেয়ে বেশি ডাবল সেঞ্চুরি আছে কেবল ওয়ালি হ্যামন্ডের।

২৫ বছর বয়সী হ্যারি ব্রুক এরই মধ্যে ক্যারিয়ারসেরা ইনিংস খেলে ফেলেছেন। সবশেষ তার ক্যারিয়ারসেরা ইনিংসটি ছিল ১৮৬ রানের।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।