ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে বড় ধাক্কা কিউইদের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:০৬ এএম, ১০ অক্টোবর ২০২৪

দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ কেন উইলিয়ামসন। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে তাকে নিয়ে বড় দুঃসংবাদ পেলো নিউজিল্যান্ড।

চোটের কারণে প্রথম টেস্ট খেলতে পারবেন না উইলিয়ামসন। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে কুঁচকিতে চোট পান এই কিউই তারকা। এরপরই তিনি প্রথম টেস্ট খেলতে ভারতে যাচ্ছেন না বলে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।

নিউজিল্যান্ডের নির্বাচক স্যাম ওয়েলস জানিয়েছেন, শুক্রবার দলের বাকি সদস্যদের সঙ্গে উইলিয়ামসন ভারতে যাবেন না। এই মুহূর্তে দেশে ফিরে গিয়ে বিশ্রাম নেবেন এই ব্যাটার। তবে চোট সেরে উঠলে পরবর্তীতে দলের সঙ্গে যোগ দেবেন উইলিয়ামসন।

কিউই নির্বাচক বলেছেন, ‘আমরা যে পরামর্শটি পেয়েছি তা হলো, চোট বাড়ানোর ঝুঁকির পরিবর্তে কেনের জন্য এখন বিশ্রাম নেওয়াই সবচেয়ে ভালো পদক্ষেপ। আশা করছি ভারতের বিপক্ষে পরবর্তী ম্যাচগুলোয় তাকে পাওয়া যাবে।’

ভারতের মাটিতে কিউইদের টেস্ট সিরিজ শুরু হবে ১৬ অক্টোবর থেকে। দুই দল তিন টেস্টের সিরিজ খেলবে।

এদিকে উইলিয়ামসনের পরিবর্তে ভারত সফরে বিকল্প প্রস্তুত রেখেছে নিউজিল্যান্ড। সুযোগ পাচ্ছেন মার্ক চাপম্যান।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।