‘ওদের মতো শুয়ে-বসে খেলতে গেলে আমাদের দেশে বল মুখে লাগবে’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৭ এএম, ১০ অক্টোবর ২০২৪

ভারতীয় ব্যাটাররা খেয়াল খুশিমত শট খেলেন, বাংলাদেশি ব্যাটাররা কেন পারেন না? টি-টোয়েন্টিতে কবে ভালো করবে বাংলাদেশ? সমস্যার সমাধান খুঁজতে গেলে ঘুরেফিরে আসে দেশের উইকেটের প্রসঙ্গ। দিল্লিতে দ্বিতীয় টি-টোয়েন্টি হারের পর তাসকিন আহমেদ তো সংবাদ সম্মেলনে বলেই ফেললেন, ‘ওদের মতো শুয়ে-বসে খেলতে গেলে আমাদের দেশে বল মুখে লাগবে।’

ব্যাটিং-বোলিং-ফিল্ডিং; তিন বিভাগেই গতকাল (বুধবার) ভীষণ খারাপ করেছে বাংলাদেশ। তানজিম হাসান সাকিবের বলে ব্যক্তিগত ৫ রানে নীতিশ কুমার রেড্ডির ক্যাচ ছাড়েন উইকেটরক্ষক লিটন দাস। সেই নীতিশই পরে খেলেছেন ৩৪ বলে ৭৪ রানের ইনিংস। সেই ক্যাচ ড্রপ ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে কিনা? তাসকিন স্বীকার করলেন, ‘ক্যাচ ফেলা তো সব সময়ই খারাপ।’

এরপর তাসকিন বললেন সেই পুরোনো কথা। দেশের মাঠে ভালো উইকেটে খেলতে হবে। ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আইপিএলে বেশির ভাগ ম্যাচই হাই স্কোরিং হয়। ওদের কাছে ১৮০ রান খুবই স্বাভাবিক। আমাদের জন্য যেটা ১৩০, ১৪০, ১৫০ রান।’

বাংলাদেশের উইকেটে রান কম হয় বলে ব্যাটারদের মারার অভ্যাস সেভাবে গড়ে উঠেনি বলে মনে করেন তাসকিন। এ ব্যাপারে বোর্ডকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

তাসকিন ‘ওদের মতো শুয়ে-বসে খেলতে গেলে আমাদের দেশে হয়তো বল মুখে লাগবে। ওরা ছোট থেকেই ভালো উইকেটে খেলে এভাবে খেলার অভ্যাস করেছে।’

নিজেদের টি-টোয়েন্টি সামর্থ্য নিয়ে তাসকিনের স্বীকারোক্তি, ‘আমরা ৮০ শতাংশের ওপরে ভালো খেললে জিতি। এক-দুজন ভালো খেললে জিতি না। আমরা ওই রকম দল নই।’

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।