ওয়ানডেতে আরও মনোযোগী হতে চান রিয়াদ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ০৮ অক্টোবর ২০২৪

টেস্ট ছেড়েছেন ৪ বছর আগে। আজ ঘোষণা দিলেন টি-টোয়েন্টি ছেড়ে দেওয়ার। ওয়ানডে খেলবেন আর কতদিন? নাকি শিগগির ৫০ ওভারের ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ?

অনেকেরই ধারণা ছিল অচীরেই ওয়ানডে ফরম্যাট থেকেও অবসরের ঘোষণা দেবেন রিয়াদ। কিন্তু আজ মঙ্গলবার দিল্লিতে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের আনুষ্ঠানিক ঘোষণার সময় রিয়াদ জানালেন ভিন্ন কথা। তার ভাষায়, আপাততঃ ওয়ানডে থেকে অবসর নয়। এখন তিনি ওয়ানডেতেও মনোযোগি হতে পারবেন।

ভারতের সাথে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগেরদিন বিকেলে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দিলেও রিয়াদ জানালেন, ‘ভারত সিরিজের অনুশীলন শুরুর সময়ই এসব নিয়ে আলোচনা করা শুরু করেছিলাম।’

শুরুতে নিজের পরিবারকে বোঝাতে পারেননি রিয়াদ। তার ভাষায়, ‘তারা (পরিবারের সদস্যরা) ভেবেছিলো এইটা সঠিক সময় নয়। আমি নানাভাবে পরিবারকে বুঝিয়েছি, এরপর তারা বুঝেছে।’

টেস্ট থেকে বিদায় নেয়ার আগে তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই সবার সাথে কথা বলতে পারেননি। এবার সবার সাথে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছেন রিয়াদ। তা নিজ মুখেই স্বীকার করেছেন, ‘আমি বোর্ড সভাপতি এবং নির্বাচকদের সঙ্গে কথা বলেছি।’

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।